ঢাকার রিপোর্টের অপেক্ষায় এন্ডারসন


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৮ আগস্ট ২০১৬

ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসবে কি, আসবে না- সে অনিশ্চয়তা এখনও কাটেনি। অনিশ্চয়তার ঘেরাটোপ হয়তো কেটে যাচ্ছে, ইংলিশ ক্রিকেট বোর্ডের পাঠানো নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্টের ওপর ভিত্তি করেই। চারদিনের সফরে ইতিমধ্যে দুদিন পার হয়ে গেছে ইংলিশ নিরাপত্তা প্রতিনিধি দলের। এই দলটির রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ইংল্যান্ডের সেরা বোলার জেমস অ্যান্ডারসন।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে নিজের উদ্বেগের কথা সরাসরি জানালেন ইংলিশ এই পেসার। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্ট সানন্দেই গ্রহণ করবেন তিনি। ওই রিপোর্টে যেভাবেই বলা হবে, সেভাবে তিনি বাংলাদেশের বিপক্ষে সিরিজ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।

ইংল্যান্ডের সর্বকালের সেরা উইকেট শিকারি ব্রান্ট স্পোর্ট স্টাইলকে বলেন, ‘কোন একটা দেশে কয়েক মাস ধরে সন্ত্রাসী ঘটনা ঘটে আসছে, একজন খেলোয়াড় হিসেবে সেই জায়গায় সফরে যাওয়ার সময় অবশ্যই আপনি দ্বিতীয়বার ভাববেন। অবশ্যই আপনি সেখানে যাওয়ার বিষয়ে আলাপ-আলোচনা করবেন। পরামর্শ নেবেন।’
বাংলাদেশে আসা নিরাপত্তা প্রতিনিধি দলের ওপর আস্থা রেখে এন্ডারসন বলেন, `রেগ (ডিকাসন) হলেন সত্যিকারার্থে দুর্দান্ত এক ব্যক্তি। যিনি নিরাপত্তার বিষয়ে গত ১০টি বছর আমাদের দেখভাল করছেন। আর পিসিএর হয়ে তো ডেভিড (লেথারডেল) সব সময়ই দুর্দান্ত কাজ করে যাচ্ছেন। তারা যখন ফিরে আসবে, নিশ্চিত তাদের কাছ থেকে সঠিক তথ্য পাবো। তাদের সিদ্ধান্ত অবশ্যই আমাদের জন্য অমঙ্গলজনক হবে না। কিংবা তাদের সিদ্ধান্ত খেলোয়াড়দের ইচ্ছানুযায়ীও হবে না।`

তবুও কেন যেন শঙ্কা কাটছে না এন্ডারসনের। তিনি বলেন, `তবুও আমরা যারা বাংলাদেশ সফরে পুরনো, তারা প্রয়োজন হলে নতুনদের সহযোগিতা করবো। আমি নিশ্চিত, কোচ, অধিনায়ক এবং ইসিবির কর্মকর্তরাও এসব বিষয়ে তাদেরকে সাহস দেখাবেন এসব ব্যাপারে।`

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।