বোলিং করতে পারবেন নাঈম-সঞ্জিত


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৮ আগস্ট ২০১৬

অবশেষে প্রকাশ হয়েছে বোলিং অ্যাকশন রিভিউ বোলিং কমিটির (বিএআরসি) ফলাফল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অভিযুক্ত ১০ বোলারের তিন জন খেলোয়াড়কে সব ধরণের বোলিংয়ে অনুমতি দিয়েছে বিসিবি। তবে শর্তসাপেক্ষে অনুমতি পেয়েছেন বাকি বোলাররাও। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা মোহামেডানের নাঈম ইসলাম জুনিয়র, ব্রাদার্স ইউনিয়নের সঞ্জিত সাহা এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের মইনুল ইসলাম সব ধরণের বল করার অনুমতি পেয়েছেন। স্লোয়ার বল ছাড়া বল করতে পারবেন সিসিএসের সাইফুদ্দিন। আর এছাড়া প্রাইম দোলেশ্বরের রেজাউল করিম রাজিব আর্ম বল ছাড়া সব ধরণের বোলিং করতে পারবেন।

রিভিউ করার পর বোলিং অ্যাকশনে ত্রুটি পেয়েছেন পাঁচ বোলারের। এরা হলেন- মোহামেডানের ফয়সাল হোসেন ডিকেন্স, কলাবাগান ক্রীড়া চক্রের মোঃ শরিফুল্লাহ, লিজেন্ডস অব রুপগঞ্জের আসিফ আহমেদ রাতুল, আবাহনী লিমিটেডের আমিতাভ কুমার নয়ন ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুস্তাফিজুর রহমান। তবে বিএআরসির সিদ্ধান্ত অনুযায়ী আম্পায়াররা মাঠে তাদের বোলিংয়ে কোন ত্রুটি দেখলে নো ডাকতে পারবেন।

যদিও তাদের আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বোলিং করার অনুমতি দিয়েছে বিসিবি। এই সময়ের মধ্যে অ্যাকশন ঠিক করতে পারলে পরবর্তীতেও বোলিং করতে পারবেন তারা। বিএআরসির অধীনে বোলিং পরীক্ষা দেওয়ার পরই অনুমতি পাবেন তারা।

উল্লেখ্য, এবারের প্রিমিয়ার লিগে ১১ জন খেলোয়াড়ের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এর মধ্যে আরাফাত সানি ছাড়া বাকি ১০ বোলারকে নিয়ে ২০, ২১ ও ২৪ জুলাই তাদের বোলিং ভিডিও করেন। এরপর সে ফুটেজ বিশ্লেষণ করার পর এ সিদ্ধান্ত নেয় বিএআরসি।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।