ইংলিশ লিগে ব্রাজিলিয়ান লুয়ানকে নিয়ে টানাটানি


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৮ আগস্ট ২০১৬

মাস খানেক আগেও লুয়ান ছিলেন অখ্যাত! রিও অলিম্পিকে আলো ছড়ানোর পর ব্রাজিলিয়ান এই ফুটবলারের খ্যাতি ছড়িয়ে পড়ছে গোটা ফুটবল দুনিয়ায়। নেইমারদের সঙ্গে নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে।

এতে যে লুয়ানের কদর বহুগুণে বেড়ে গেছে, তা বলার অপেক্ষা রাখে না। ইংলিশ প্রিমিয়ার লিগে লুয়ানকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। যে যুদ্ধে লড়াইটা হচ্ছে লিভারপুল বনাম চ্যাম্পিয়ন লেস্টার সিটি। গত মৌসুমে গ্রেমিওর হয়ে নজরকাড়া পারফর্ম করেন লুয়ান। নামের পাশে যোগ করেছেন ১৭টি গোল।

পাশাপাশি অলিম্পিকে ব্রাজিলের হয়ে প্রায় প্রত্যেকটি ম্যাচেই দারুণ খেলছেন। তাই অনেক ক্লাবই তাকে দলে ভেড়াতে মরিয়া। চলতি মাসের শুরুর দিকে লুয়ানকে দলে টানার কথা জানিয়েছিল ফ্রান্সের ক্লাব রেনিস। তবে প্রিমিয়ার লিগের দুই ক্লাবের কাছে হার মানতে হতে পারে ফরাসি ক্লাবটির।

এদিকে লুয়ান এখনই দলবদল নিয়ে ভাবছেন না। তার ভাবনায় শুধুই ফাইনাল। ব্রাজিলকে প্রথমবারের মতো সোনা এনে দিতে বদ্ধপরিকর তিনি। ব্রাজিলের ২০ কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।