অবশেষে ক্ষমা চাইলেন উমর আকমল


প্রকাশিত: ১২:০২ পিএম, ১৮ আগস্ট ২০১৬

ব্যাট হাতে ছন্দে নেই উমর আকমল। মাঠের বাইরেও তার পারফরম্যান্স ভালো না। সব মিলে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাচ্ছেন না তিনি। পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের দলেও ঠাঁই হচ্ছে না তার। নিজের কৃতকর্মের জন্য তাই ক্ষমা চাইলেন উমর। বিষয়টি নিশ্চিত করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান।

উমর আকমলের ক্ষমা চাওয়ার বিষয়ে শাহরিয়ার খান বলেন, ‘শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ানোর জন্য বোর্ডের কাছে ক্ষমা চেয়েছে আকমল। সে নিজের ভুল বুঝতে পেরেছে। আর প্রতিজ্ঞা করেছে যে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি ঘটবে না আর।’

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের কোচ ও ম্যানেজারের রিপোর্টে বলা হয়, বিশ্বকাপ চলাকালীন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছিলেন ওপেনার আহমেদ শেহজাদ ও উমর আকমল। এই দুই টুর্নামেন্টের টিম মিটিংয়েও উপস্থিত থাকতেন না উমর। দলের অনুশীলনেও নিয়মিত পাওয়া যেত না তাকে।

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।