‘হ্যাটট্রিকম্যান’ আগুয়েরোর প্রশংসায় গার্দিওলা


প্রকাশিত: ১১:০০ এএম, ১৭ আগস্ট ২০১৬

চ্যাস্পিয়নস লিগের প্লে-অফের ম্যাচে হ্যাটট্রিক করেছেন সার্জিও আগুয়েরো। প্রথমার্ধে দুটি পেনাল্টি মিস করেও শেষ পর্যন্ত নামের পাশে যোগ করেন তিনটি গোল। আর্জেন্টিনার স্ট্রাইকারের অসাধারণ নৈপুণ্যে স্টেয়া বুখারেস্টকে ৫-০ ব্যবধানে পরাস্ত করেছে ম্যানচেস্টার সিটি।

ম্যাচের ৮ ও ২১ মিনিটে দুটি পেনাল্টি মিস করেন আগুয়েরো। এতে অনেকটা হতাশ ছিল সিটি শিবির। শেষ পর্যন্ত আর সেই হতাশা থাকলো না। খেলার ৪১, ৭৮ ও ৮৯ মিনিটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার।

ম্যাচ শেষে ‘হ্যাটট্রিকম্যান` আগুয়েরোকে প্রশংসায় ভাসান ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। বলেন, ‘পেনাল্টি মিস করা খেলারই অংশ। তবে এটা গুরুত্বপূর্ণ যে সে ভেঙে পড়েনি। ম্যাচের প্রতি তার নজর ছিল। এরপর তো তিনটি গোলই করে ফেলল।’

পেনাল্টি মিস করা নিয়ে গার্দিওলা বলেন, ‘সে (আগুয়েরো) যখন নিজের ওপর বিশ্বাস রাখে, আমিও তার ওপর বিশ্বাস রাখি। এটা আসলে খেলোয়াড়দের ওপর নির্ভর করে। যদি সে আত্মবিশ্বাসী হয়, আমার জন্য সেটা সমস্যা নয়।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।