অস্ট্রেলিয়ার হারে র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত


প্রকাশিত: ১০:২৫ এএম, ১৭ আগস্ট ২০১৬

শ্রীলংকার মাটিতে এমন করুণ দুর্দশা হবে অস্ট্রেলিয়ার, তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি কেউ। যে শ্রীলংকাকে বলা হচ্ছিল ভাঙা হাঁট, তারাই কি না ধ্বসিয়ে দিলো অস্ট্রেলিয়ার মত টেস্টের পারশক্তিকে। হোয়াইটওয়াশ করলো স্টিভেন স্মিথদের।

শ্রীলংকার কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। এ সুযোগ শীর্ষে উঠে এসেছে বিরাট কোহলির ভারত।

তবে, শীর্ষস্থান ধরে রাখতে হলে ১৮ আগস্ট ত্রিনিদাদে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে জিততেই হবে বিরাট কোহলিদের। ওই টেস্ট ড্র হলেও আবার শীর্ষস্থান হারাবে ভারত এবং প্রথমবারেরমত টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসবে পাকিস্তান।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে স্বাগতিক শ্রীলংকার কাছে ১৬৩ রানের লজ্জাজনক পরাজয়ের ফলে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান থেকে এক লাফে তিন নম্বরে নেমে এলো অস্ট্রেলিয়া। ভারত শীর্ষে এবং পাকিস্তান উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

১১৮ পয়েন্ট নিয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া; কিন্তু হোয়াইটওয়াশ হওয়ার কারণে এখন তাদের রেটিং পয়েন্ট ১০৮। সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের হিসেবে তাদের একধাপ পেছনে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার অবনমনে ভারত ১১২ পয়েন্ট নিয়ে উঠে গেলো শীর্ষে এবং ইংল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাঠে ২-২ ব্যবধানে ড্র করায় ১১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান।

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শ্রীলংকারও উন্নতি হলো র‌্যাংকিংয়ে। তারা একধাপ এগিয়ে এখন রয়েছে ৬ নম্বরে। পেছনে ফেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। শ্রীলংকার রেটিং পয়েন্ট ৯৫ এবং দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট হলো ৯২।

আইসিসির টেস্ট র‌্যাংকিং
১. ভারত (১১২ পয়েন্ট), ২. পাকিস্তান (১১১), ৩. অস্ট্রেলিয়া (১০৮), ৪, ইংল্যান্ড (১০৮), ৫. নিউজিল্যান্ড (৯৯), ৬. শ্রীলংকা (৯৫), ৭. দক্ষিণ আফ্রিকা (৯২), ৮. ওয়েস্ট ইন্ডিজ (৬৫), ৯. বাংলাদেশ (৫৭), ১০. জিম্বাবুয়ে (৮)।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।