অনন্য উচ্চতায় সাঙ্গাকারা


প্রকাশিত: ০৪:০৮ এএম, ২১ জানুয়ারি ২০১৫

ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে ইতিহাস গড়লেন সাঙ্গাকারা। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ব্যাট হাতে ৭৬ রান করে ওয়ানডে ক্রিকেটের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসে শ্রীলঙ্কান এই ব্যাটসম্যান।

৩৯৪ ওয়ানডে খেলা সাঙ্গাকারার বর্তমান রান ১৩ হাজার ৪৯০। চতুর্থ ওয়ানডেতে মাঠে নামার আগে ১৩ হাজার ৪১৪ রান নিয়ে চতুর্থ স্থানে ছিলেন তিনি। ১৩ হাজার ৪৩০ রান নিয়ে তৃতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা সনাথ জয়সুরিয়া। ৭৬ রান করার মধ্য দিয়ে জয়সুরিয়াকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন সাঙ্গাকারা।

রিকি পন্টিংকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে সাঙ্গাকারার প্রয়োজন আর মাত্র ২১৪ রান। রিকি পন্টিংয়ের নামের পাশে রয়েছে ১৩ হাজার ৭০৪ রান। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার ১৮ হাজার ৪২৬ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। ১২ হাজার ৪৭২ রান নিয়ে মাহেলা জয়াবর্ধনে রয়েছেন পঞ্চম স্থানে।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।