শুভ জন্মদিন হাবিবুল বাশার


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৭ আগস্ট ২০১৬

টেস্ট ক্রিকেটে তিনি ব্যাট করতে নামা মানেই যেন হাফসেঞ্চুরি নিশ্চিত। তাইতো অনেকেই হাবিবুল বাশার সুমনের নাম দিয়েছিলেন `মিস্টার ফিফটি।`  জাতীয় দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের ৪৪তম জন্মদিন আজ। জাগো নিউজের পক্ষ থেকে হাবিবুল বাশারকে জন্মদিনের শুভেচ্ছা।  

১৯৭২ সালের আজকের দিনে কুষ্টিয়া জেলার নাগাকান্দা গ্রামে জন্ম নেন তিনি। শুরুতে ফুটবল খেললেও একমসয় জড়িয়ে পড়েন ক্রিকেটে। এরপর সময়ের পথ বেয়ে উঠে আসেন জাতীয় দলে। নেতৃত্বও দেন দলকে। তার সময়ই বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে জয় পথ খুঁজে পেতে শুরু করে।

বলা দরকার বাশারের অধীনেই বাংলাদেশ ক্রিকেট দল ২০০৫ সালে জিম্বাবুয়ে বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জিতে। ৫০ টেস্টের ক্যারিয়ারে ৯৯ ইনিংসে করেছেন ৩০২৬ রান। সর্বোচ্চ ১১৩; গড় ৩০.৮৭। সেঞ্চুরি তিনটি, ২৪টি হাফ সেঞ্চুরি।ওয়ানডেতে ১১১ ম্যাচে ২১৬৮ রান করেছেন বাশার। সেঞ্চুরি অবশ্য নেই, হাফ সেঞ্চুরি ১৪টি। ক্রিকেটকে বিদায় বলেছেন ২০০৮ সালে।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।