পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা


প্রকাশিত: ১২:২০ পিএম, ১৬ আগস্ট ২০১৬

পাকিস্তানের বিপক্ষে ২-২ ব্যবধানে সমতায় টেস্ট সিরিজ শেষ করেছে ইংল্যান্ড। শেষ টেস্টে মিসবাহ-ইউনিসদের কাছে নাস্তানাবুদ হয়েছে তারা। ইংলিশরা হেরে গেছে ১০ উইকেটে। এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চাইবে ইংল্যান্ড। ২৪ আগস্ট শুরু হতে চলা একদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি।

ইংলিশদের ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন মার্ক উড ও বেন স্টোকস। ইনজুরি কারণে টেস্ট সিরিজে ছিলেন না তারা। গত বছর দুবাইয়ে চোট পেয়েছিলেন মার্ক উড। আর পাকিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরির কবলে পড়েন স্টোকস। জেমস ভিন্স বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: ইয়ান মরগান (অধিনায়ক), লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জস বাটলার, লিয়াম ডাউসন, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, মঈন আলী ও জনি বেয়ারস্টো।

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।