সুযোগ কাজে লাগাতে চান আশরাফুল


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৬ আগস্ট ২০১৬

তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে মুক্ত টেস্টের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। যদিও জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে আরও দুই বছর দূরে থাকতে হবে তাকে। তিন বছর পর আজ মঙ্গলবার প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছেন আশরাফুল। এসেই জানালেন ক্রিকেটে ফেরার দারুণ এ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবেন।

এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আশরাফুল বলেন, ‘১৩ বছর জাতীয় দলে খেলেছি। শেষ তিনটা বছর বাইরে ছিলাম। আবার দ্বিতীয় সুযোগ পাচ্ছি। তো, চেষ্টা করবো ভালোভাবে কামব্যাক করার। ঘরোয়া ক্রিকেটে যখনই সুযোগ পাবো সেখানে ভালো কিছু করার চেষ্টা করবো।’

এ মুহূর্তে ঘরোয়া লিগে খেলার সুযোগ পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন না আশরাফুল। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করতে পারলে ভাগ্য সুপ্রসন্ন হলেও হতে পারে বলে মনে করছেন অ্যাশ।

‘বিপিএল এবং জাতীয় দলের ব্যাপারে দুই বছরের একটা বাধা আছে। যদি আমি ভালো ক্রিকেট খেলতে পারি, তখন হয়তো বিসিবি আপিল করতে পারে। সেটা পরের ধাপ। আগে আমি যে গুলোতে খেলতে পারবো সেখানে ভালো খেলার চেষ্টা করবো।’

প্রায় তিন বছর পর ক্রিকেটে ফেরায় প্রথম আলোচিত বিষয় হচ্ছে আশরাফুলের ফিটনেস। যদিও গত তিন বছর নিজে একাই ফিটনেস নিয়ে কাজ করে গেছেন। যে কারণে ফিটনেস খুব খারাপ অবস্থায় নেই বলে জানালেন তিনি।

‘ফিটনেস নিয়ে খুব বেশি সমস্যা নেই। কারণ, এতদিন একা একা অনুশীলন করেছি। দলের সাথে অনুশীলন করলে বোঝা যাবে, কি অবস্থায় আছি। তারপরও আমার কাছে মনে হয় অতটা খারাপ অবস্থায় নাই।’

গত ১৩ আগস্ট আশরাফুলের ওপর তিন বছরের নিষেধাজ্ঞা শেষ হয়। সেদিন রাতেই আইসিসির ‘প্লেয়ার গুড অব কন্ডাক্ট’ সার্টিফিকেট পেয়েছেন তিনি। এখন থেকে নিয়মিত বিসিবির সুবিধাগুলো নিতে পারবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।