সানের থার্ড পেইজ গার্লে পরিবর্তন


প্রকাশিত: ০২:১১ পিএম, ২০ জানুয়ারি ২০১৫

যুক্তরাজ্যের জনপ্রিয় দৈনিক `দ্য সান ৪৪ বছর পর তাদের থার্ড পেইজ গার্লে পরিবর্তন এনেছে। বহুল প্রচারিত পত্রিকাটির তৃতীয় পৃষ্ঠায় প্রতিদিন একজন নারীর নগ্ন বক্ষের ছবি ছাপা হতো। সংবাদ বিশ্লেষকদের মতে, পত্রিকাটি বিখ্যাত হওয়ার পেছনে এটি একটি বড় ব্যাপার। খবর বিবিসি।

একই মালিকানার পত্রিকা দ্য টাইমস জানায়, গত শুক্রবার সানের তৃতীয় পাতায় নগ্নবক্ষা এক নারীর ছবি ছাপা হয়। ওই সংস্করণটিকেই শেষ বলে ভাবা হচ্ছে। এরপর আর এমন ছবি পত্রিকাটিতে ছাপা হবে না। তবে অনলাইন সংস্করণে ছবি ছাপার ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

টাইমসের ওই প্রতিবেদনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি সান কর্তৃপক্ষ। প্রায় ৪৪ বছর আগে `দ্য সান` নিয়মিত নগ্নবক্ষা (টপলেস) নারীর ছবি ছাপানো শুরু করে। ছবি ছাপার পর ওইসব নারী পরিচিতি পান `থার্ড পেইজ গার্ল` হিসেবে।

অস্ট্রেলিয়ান ধনকুবের রুপার্ট মারডক পত্রিকাটি কিনে নেওয়ার পর থেকে তৃতীয় পৃষ্ঠায় নগ্নবক্ষা নারীর ছবি ছাপানোর চল শুরু হয়। `দ্য সান` এর প্রধান জনসংযোগ কর্মকর্তা দাইলান শার্পে সোমবার এক টুইটে বলেন, সানের `তৃতীয় পৃষ্ঠা` ছাপা হবে আগের জায়গাতেই। এটি দুই ও তিন চার নম্বর পৃষ্ঠার মাঝেই থাকছে। কয়েক বছর ধরে এধরনের ছবি না ছাপানোর জন্যে পত্রিকাটি বড়ো ধরনের চাপের মুখে ছিলো।

সমালোচকদের অভিযোগ- পত্রিকাটি নারীকে যৌন-সামগ্রী হিসেবে পাঠকের সামনে তুলে ধরছে।  

এএইচ

এএইচ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।