‘কোচের ইচ্ছেয় নয়, নিয়মের কারণেই নেই আশরাফুল’


প্রকাশিত: ১১:২২ এএম, ১৫ আগস্ট ২০১৬

জাগো নিউজের পাঠকরা আগেই জেনে গিয়েছিলেন নিষেধাজ্ঞা মুক্ত হলেও, সহসাই ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে পারবেন না মোহাম্মদ আশরাফুল। অপেক্ষায় থাকতে হবে। বিশেষ করে আগামী ২০ সেপ্টেম্বর থেকে যে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হতে যাচ্ছে, তাতে খেলতে পারবেন না তিনি।

সেটা আইসিসির নিষেধাজ্ঞার কারণে নয়। নির্বাচকরা বিসিএলের জন্য যে মানদণ্ডে দল সাজান, আশরাফুল সে মানদণ্ডেরই পড়েন না। 

তাই তাকে এবারের বিসিএলে দেখা যাবে না- বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আগেই জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রধান নির্বাচক পরিষ্কার জানিয়ে দেন, এখন বিসিএল খেলার পূর্ব শর্তই হলো জাতীয় লিগে ভাল খেলা। আগের জাতীয় লিগ যারা ভালো খেলেন, তাদেরকেই বিসিএলে বিশেষ বিবেচনায় আনা হয়। নিষিদ্ধ আশরাফুল যেহেতু আগের জাতীয় লিগ খেলেনি। তাই স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে এবার বিসিএলে নেয়া যাচ্ছে না।

অথচ হঠাৎ গুঞ্জন উঠলো, ‘জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে চাননি, তাই বিসিএলে নেই আশরাফুল।’ এ গুঞ্জনের সত্যতা কতটুকু?

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে এ প্রশ্ন রাখা হলে, তিনি সাফ জানিয়ে দেন, ‘নাহ ওটা নিছক গুজব। কোচের মতামত নিয়ে আশরাফুলকে বাইরে রাখার প্রশ্নই আসে না। বিসিএলে ক্রিকেটার নির্বাচন করি আমরা। নির্বাচকদের সাজানো দল বোর্ড ফ্র্যাঞ্চাইজিদের দেয়া হয়। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। আমরা ক্রিকেটার নির্বাচন করে গতকাল (রোববার) বোর্ডে জমা দিয়েছি।’

ওই তালিকায় যে আশরাফুলের নাম নেই, সেটাও জানিয়ে দেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিদের হাতে ইতিমধ্যে খেলোয়াড় তালিকা জমা পড়ে গেছে। ওই তালিকায় আশরাফুলের নাম নেই। সেটা স্বাভাবিক প্রক্রিয়াতেই নেই। আমি আগেও বলছি, জাতীয় লিগে ভাল খেলাই হলো বিসিএল খেলার পূর্ব শর্ত। জাতীয় লিগে যারা ভাল পারফর্ম করেন, তাদেরই বিসিএলে বিবেচনায় আনা হয়। তারাই সুযোগ পান। যেহেতু আশরাফুল গত জাতীয় লিগে নিষিদ্ধ ছিল। তাই তার বিসিএলে জায়গা পাবার প্রশ্নই ওঠে না। সে স্বাভাবিক প্রক্রিয়াতেই বাদ পড়েছে। এখানে কোচ চেয়েছেন, কি না চেয়েছেন- সেটা বিবেচ্য নয়। চাইলেও বা তাতে কি আসে যায়?’

এদিকে প্রধান নির্বাচক সুষ্ঠু প্রক্রিয়ার কথা বললেও ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খান একটু ভিন্ন সুরে কথা বলেছেন। মিনহাজুল আবেদিন নান্নু যেমন সরাসরি বলে দিয়েছেন, প্রক্রিয়ার বাইরে থাকার কারণেই আশরাফুল জায়গা পায়নি, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান কিন্তু তা বলেননি।

কোন সুস্পষ্ট নীতিমালা কিংবা প্রক্রিয়ার কথা উল্লেখ না করে আকরাম বলেন, ‘আসলে বিসিএলে ক্রিকেটার মনোনয়নে নির্বাচক কিংবা ফ্র্যাঞ্চাইজিদের মতামতই শেষ কথা। এ দু পক্ষ যাকে বা যাদের চান, তারাই বিসিএল খেলেন।’

তবে জাগো নিউজের কাছে আকরাম খান স্বীকার করেন, আশরাফুলের বিষয়ে তারা কোচ চন্ডিকা হাথুরুসিংেহের মতামত জানতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি আর নান্নু ভাই (মিনহাজুল আবেদিন) কোচ হাথুরুসিংহেকে জিজ্ঞেস করেছিলাম , আশরাফুলকে বিসিএলে রাখা যায় কি না? হাথুরু জানান, যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিষিদ্ধ, তাই এ মুহুর্তে আশরাফুলকে রাখার দরকার নেই। ’

তবে কি হাথুরুর কারনেই বিসিএলে নেই আশরাফুল? এমন প্রশ্নর জবাবে আকরামের ব্যাখ্যা, ‘নাহ তা কেন হবে? আসলে নিয়েমের বাইরে থাকার কারনেই নেই আশরাফুল।’   

এআরবি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।