প্রীতি ম্যাচে জাতীয় দলের হার


প্রকাশিত: ০৬:১৮ এএম, ২০ জানুয়ারি ২০১৫

বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার এক প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিকেএসপিতে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে আবাহনীর কাছে ০-২ গোলে হেরেছে জাতীয় দল।

প্রীতি ম্যাচ বলে জয়-পরাজয় মুখ্য ছিল না। তাই দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচ সাইফুল বারী টিটু। সাখাওয়াত হোসেন রনি, ওয়াহেদ আহমেদ, আমিনুর রহমান সজীব, আরিফুল ইসলামদের নিয়ে শুরু করলেও বিরতির পর মূল দলটা খেলিয়েছেন কোচ।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আবাহনীর হয়ে প্রথম গোল করেন নতুন রিক্রুট হাঙ্গেরিয়ান সাবোলোস সার্বা। এর মিনিট দশেক পরে নিজের দ্বিতীয় গোল করে  ব্যবধান ২-০ করেন সার্বাই। জাতীয় দলও বেশকিছু সুযোগ পেয়েছিল। জাহিদ-এমিলিদের প্রচেষ্টাগুলো পোস্টের নিশানা খুঁজে পায়নি।

এমন হারের পর সাইফুল বারী টিটু বলেছেন, ‘দল এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরুর আগে সব ঠিক হয়ে যাবে। এমন ফলাফলে আমি হতাশ নই।’

ম্যাচ শেষে কোচ জর্জ কোটান বলেন, ‘আমরা নিজেদের খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, জাতীয় দল খেলেছে তাদের মতো করে। যদি আমার পরামর্শ চাওয়া হয়, তবে বলব ভালো করতে হলে জাতীয় দলের আরো বেশি প্রীতি ম্যাচ খেলা উচিত।

এরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।