অস্ট্রেলিয়ায় পরীক্ষা দেবেন তাসকিন-সানি!


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৪ আগস্ট ২০১৬

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বোলিং নিষিদ্ধ হওয়ায় মাঝপথ থেকে দেশে ফিরে আসেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। দেশে ফিরেই বোলিং অ্যাকশন শুধরানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এ দুই বোলার। ইতোমধ্যে তাসকিনের পুনরায় পরীক্ষার ব্যপারে নিশ্চিত হয়েছে বিসিবি। সানির রিপোর্ট পেলে দুইজনকে একসঙ্গে পরীক্ষার জন্য অস্ট্রেলিয়া পাঠাবেন বলে জানান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

রোববার তাসকিন ও সানিসহ এবারের প্রিমিয়ার লিগের অন্যান্য সন্দেহভাজন বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে বোলিং রিভিউ কমিটির সঙ্গে সভা করেন আকরাম। সভা শেষে তিনি বলেন, ‘তাসকিন মোটামুটি নিশ্চিত। শিগগিরই তার অফিসিয়াল টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। খুব সম্ভবত সে অস্ট্রেলিয়া যাবে টেস্টের জন্য। সানির রিপোর্ট পেলে আমরা ওকে নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবো। তার রিপোর্ট ইতিবাচক হলে, তাসকিনের সঙ্গে একসঙ্গেই হয়তো টেস্টের জন্য পাঠানো হবে।’

বিশ্বকাপের পর থেকেই কয়েক ধাপে বোলিং অ্যাকশন শুধরানোর কাজ করে যাচ্ছেন তাসকিন ও সানি। তবে মাঝে সানি ইনজুরিতে পড়ায় তার কাজে কিছুটা বিলম্ব হয়। এদিনও সানি একটি পরীক্ষা দিচ্ছেন বলে জানান আকরাম। এ পরীক্ষার উপরই নির্ভর করছে তাসকিনের সঙ্গেই পরীক্ষা দিতে যাচ্ছেন কি না। আকরামের ভাষায়,  ‘আরাফাত সানির আজ (রোববার) একটা টেস্ট হচ্ছে। সেটার ফলের উপর নির্ভর করছে তাকে নিয়ে পরবর্তী পদক্ষেপ হিসেবে কী গ্রহণ করা হবে।’

এ ছাড়া গত প্রিমিয়ার লিগে ১১ জন বোলারের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আম্পায়াররা। তাদের নিয়েও গত ২০ জুলাই থেকে কাজ করে যাচ্ছে বোলিং রিভিউ কমিটি। তাদের বোলিং ঠিক হয়ে গেলে আসন্ন বিসিএল খেলতে পারবেন বলেও জানান আকরাম।

‘যাদের বোলিং নিয়ে কাজ হচ্ছে, তাদের রিপোর্ট ভালো হলে হয়তো বিসিএলে তারা খেলতে পারবে। অনেকের হয়তো বোলিং ঠিক হয়ে গেছে, সেটা মাঠে প্রমাণিত হবে। সুতরাং যাদের বোলিং নিয়ে কাজ চলছে, তাদের বিসিএলে খেলার সম্ভাবনাই বেশি।’

আরটি/এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।