বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছে স্ত্রী-বান্ধবীরা


প্রকাশিত: ০৩:৪৬ এএম, ২০ জানুয়ারি ২০১৫

টেস্ট সিরিজের বিরতিতে স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে সময় কাটিয়েছেন শিখর ধাওয়ান, মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, রবিচন্দ্র অশ্বিন, উমেশ যাদব ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে বিশ্বকাপ ধরে রাখতে মরিয়া ভারত এবার ক্রিকেটারদের কঠোর অনুশাসনের মধ্যে রাখতে যাচ্ছে। আসন্ন বিশ্বকাপের সময় বান্ধবী ও প্রেমিকাদের নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, স্ত্রী ও বান্ধবীদের কাছে না রাখার নিয়মটি আগে থেকেই ছিল। বিশ্বকাপের মতো বড় আসরে ক্রিকেটারদের মনোযোগ বিঘ্ন হয়, এমন কিছু থেকে দূরেই থাকা উচিত। টিম হোটেলে কিংবা অনুশীলন গ্রাউন্ডে শুধু মাত্র ক্রিকেটারদের স্ত্রীদের সাক্ষাতের সুযোগ দেয়া হবে। কারও কোন বান্ধবীকে দেখা করার অনুমতি দেয়া হবে না।

এখন দেখার বিষয় নিয়মটি কার্যকর হয় কিনা। ইংল্যান্ডে প্রেমিকা আনুশকার সঙ্গে অধিক সময় কাটানো কোহলি ব্যাট হাতে শোচনীয়ভাবে ব্যর্থ হন। কিন্তু অস্ট্রেলিয়ায় ভিআইপি গ্যালারিতে থাকা আনুশকা যেন অনুপ্রেরণা হয়েই ছিলেন কোহলির কাছে।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।