চ্যাম্পিয়নদের এমন হারে হতাশ রানিয়েরি


প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৪ আগস্ট ২০১৬

ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেস্টার সিটি। গত মৌসুমে চেলসি, ম্যানচেস্টোর সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বাঘা বাঘা দলগুলোকে পেছনে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতেছিল তারা। গড়েছিল ইতিহাস। চলতি মৌসুমে  হালসিটির কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজয় দিয়েই প্রিমিয়ার লিগের মিশন শুরু হলো লেস্টারের।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এমন হারে হতাশ দলটির কোচ ক্লদিও রানিয়েরি। ইতালিয়ান এই কোচ বলেন,  ‘ম্যাচটিতে আমরা দারুণ লড়াই করেছি। তবে লড়াইটা হয়েছে এককভাবে, সমষ্টিগত নয়। আমি শক্তি তখনই প্রদর্শিত হবে যখন দলগতভাবে খেলতে পারব। একে অপরকে সহযোগিতার ভিত্তিতে ম্যাচে পারফর্ম করতে হবে।’

কিংস্টন কমিউনিকেশন স্টেডিয়ামে নিজেদের হারিয়ে খুঁজছিল লেস্টার! প্রথমার্ধের শেষ দিকে হালসিটির ফরোয়ার্ড অ্যাডাম ভ্যালেন্তিনের গোলে পিছিয়ে পড়ে তারা। বিরতি শেষে ফিরে অবশ্য ছন্দে ফেরার আভাস দিয়েছিল চ্যাম্পিয়নরা। ৪৭ মিনিটে রিয়াদ মাহারেজের গোলে সমতায় ফেরে তারা। দশ মিনিটের ব্যবধানে লেস্টারকে হতাশায় ডোবান হালসিটির মিডফিল্ডার রবার্ট স্নোডগ্রাস।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।