টাকা বাড়ছে বিসিএলে


প্রকাশিত: ১১:০৮ এএম, ১৪ আগস্ট ২০১৬

আগামী ২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বড় দৈর্ঘের ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এ টুর্নামেন্টের পঞ্চম আসরও ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তবে বর্তমান চাহিদার কথা ভেবেই ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ বাড়াচ্ছে বিসিবি। টুর্নামেন্ট নিয়ে সভা শেষে এমনটাই জানিয়েছেন এ টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী স্বপন।

এদিন বিসিএলের আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সভা করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী স্বপন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান ও বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে। সভা শেষে রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সাইফুল আলম বলেন, ‘২০ সেপ্টেম্বর থেকে বিসিএল শুরু হচ্ছে। এটাই আমাদের প্রথম এজেন্ডা ছিল। এবার আমরা ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ৪০ হাজার থেকে বাড়িয়ে ম্যাচ প্রতি ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।’

গত লিগে ম্যাচ প্রতি ৪০ হাজার টাকা পেয়েছেন ক্রিকেটাররা। তবে এবার আরো ১০ হাজার টাকা বেড়ে পাবেন ৫০ হাজার টাকা। তবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আনা হয়নি। খেলোয়াড়দের ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা হয়েছে। ২৫ শতাংশ ট্যাক্স দিতে হবে বলে জানান স্বপন, ‘খেলোয়াড়দের ইনকাম ট্যাক্স নিয়ে একটা আলোচনা ছিল। খেলোয়াড়দের ম্যাচ ফি নিয়ে। এটা মোট ২৫ শতাংশ দিতে হবে।’

প্রসঙ্গত, বিসিএলের পঞ্চম আসরে খেলবে ওয়ালটন ক্রিকেট দল, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ইসলামী ব্যাংক ক্রিকেট ক্লাব ও বিসিবি ক্রিকেট দল।

আরটি/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।