ইয়াসিরের ঘূর্ণিতে কোণঠাসা ইংল্যান্ড


প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৩ আগস্ট ২০১৬

আসাদ শফিকের সেঞ্চুরি আর ইউনিস খানের দুর্দান্ত ডাবল সেঞ্চুরির পর এবার ইংল্যান্ডের সামনে মায়াবী ঘূর্ণি নিয়ে হাজির হয়ে গেলেন ইয়াসির শাহ। লন্ডনের কেনিংটন ওভাল টেস্টটা পাকিস্তান জিতে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, ব্যাটে-বলে যেভাবে খেলছে মিসবাহ-উল হকের দল, তাতে জয়টা তাদেরই প্রাপ্য।

ইউনিস খানের ক্যারিয়ারে পঞ্চম ডাবল সেঞ্চুরিতে ৫৪২ রানে গিয়ে অলআউট হয় পাকিস্তান। ফলে ২১৪ রানের মোটামুটি বড় লিডই পায় পাকিস্তান। ২১৮ রানে গিয়ে আউট হয়ে যান ইউনিস খান। মোহাম্মদ আমির অপরাজিত ছিলেন ৩৯ রানে।

দ্বিতীয় ইনিংসে বিশাল চাপে পড়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভেঙে পড়েছে যেন ইংল্যান্ড। শুরুটা করেছিলেন ওয়াহাব রিয়াজ। ব্যক্তিগত ৭ রানের মাথায় ফিরিয়ে দিলেন অধিনায়ক অ্যালিস্টার কুককে। এরপর হাজির হয়ে যান ইয়াসির শাহ। তার মায়াবী ঘূর্ণিতে আউট হলেন আরও তিনজন। আলেক্স হেলস, জো রুট এবং জেমস ভিন্স। এর মধ্যে জো রুট সর্বোচ্চ ৩৯ রান করেন।

তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৮৮। উইকেটে ৪ রান নিয়ে রয়েছেন গ্যারি ব্যালান্স এবং ১৪ রান নিয়ে জনি ব্যারেস্ট। ১৫ রা দিয়ে তিন উইকেট ইয়াসির শাহর এবং ১ উইকেট নেন ওয়াহাব রিয়াজ।

আইএইচএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।