হিটে চতুর্থ হয়ে বিদায় নিলেন মেজবাহ


প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৩ আগস্ট ২০১৬

পদক তো কখনওই আশা করা যায় না। এমনকি চূড়ান্ত পর্বে লড়াইয়েরও আশা নেই। অবধারিত নিয়তি, ‘হিট’ থেকে বাদ পড়ে যাওয়া। তবু, একটা লক্ষ্য থাকে আমাদের অ্যাথলেটদের। নিজের করা সেরা টাইমিংটা যদি পার হওয়া যায়!

কিন্তু নিজের সেরা টাইমিং ছাড়িয়ে যাওয়া হলো না বাংলাদেশের দ্রততম মানব মেজবাহ আহমেদের। রিও অলিম্পিকে ছেলেদের ১০০ মিটারের প্রাক বাছাইয়ে আটজনের মধ্যে চতুর্থ হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের দ্রততম মানব। দৌড় শেষ করতে ১১.৩৪ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।

গত এসএ গেমসে ১০০ মিটারে ১০.৭২ সেকেন্ড ছিল মেজবাহর সেরা টাইমিং। রিওতে এ সেরাকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য ছিল তার; কিন্তু বাংলাদেশ সময় আজ (শনিবার) সন্ধ্যায় দুই নম্বর হিটে দৌড়াতে নামা মেজবাহ দৌড় শেষ করেন অনেক বেশি সময় নিয়ে (১১.৩৪ সেকেন্ডে)।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।