র‌্যাংকিংয়ে শীর্ষেই রইলো আর্জেন্টিনা


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১১ আগস্ট ২০১৬

ফুটবলের অভিভাবক সংস্থা নিয়ম মেনেই মাসের শেষে র‌্যাংকিংয়ের আপডেট প্রকাশ করে। ইউরোর শেষ পর্ব ছাড়া গত এক মাসে জাতীয় দলগুলোর কোন খেলা ছিল না বললেই চলে। সুতরাং, এবারের ফিফা র‌্যাংকিংয়ে ওলট-পালট বলতে যা বোঝায় তা তো হয়ইনি। বরং, খুব বেশি পরিবর্তনও ঘটেনি। এমনকি রেটিংয়েও কোন পরিবর্তন আসেনি এই সময়ে।

আগের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনাই। কোপা আমেরিকার শিরোপা জিততে না পারলেও দুর্দান্ত পারফরম্যান্সের কারণে মেসির দেশই রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানটি দখলে রেখেছে বেলজিয়ামই। অথ্যাৎ প্রথম ১৯টি স্থানে কোন পরিবর্তনই আসেনি। আর্জেন্টিনা-বেলজিয়ামের পর সেরা দশটি স্থানে রয়েছে যথাক্রমে কলম্বিয়া, জার্মানি, চিলি, পর্তুগাল, ফ্রান্স, স্পেন, ব্রাজিল এবং ইতালি।

২০তম স্থানে গিয়ে এবারের র‌্যাংকিংয়ে প্রথম পরিবর্তনটা আসে। ৬ ধাপ এগিয়ে এসে কোস্টারিকার অবস্থান হয়েছে ১৯তম স্থানে। শুধু শীর্ষস্থানগুলোতেই নয়, এশিয়ান অঞ্চলেও খুব বেশি পরিবর্তন নেই। বাংলাদেশেরও র‌্যাংকিংয়ে কোন পরিবর্তন হয়নি। আগের ১৮৩তম স্থানেই রয়েছে মামুনুলরা। ভারত, আফগানিস্তান কিংবা মালদ্বীপও রয়েছে আগেরই অবস্থানে।  

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।