অলিম্পিকে পদক তালিকা (৬ষ্ঠ দিন)


প্রকাশিত: ০১:৪১ পিএম, ১১ আগস্ট ২০১৬

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের লড়াই এখনও শুরু হয়নি। তাতেই পদক তালিকায় আধিপত্য বিস্তার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সাঁতারু থেকে শুরু করে অন্য যে কোন খেলা- সব জায়গাতেই তাদের ক্রীড়াবিদরা রাখছেন সাফল্যের স্বাক্ষর।

ষষ্ঠ দিন শেষেও পদকের লড়াইয়ে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের অ্যাথলেটরা ইতিমধ্যেই জিতে নিয়েছে ১১টি স্বর্ণ। ১১টি রৌপ্য এবং ১০টি ব্রোঞ্জ পদকসহ তাদের মোট অর্জন ৩২টি পদক। স্বর্ণের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে চীন। বিশ্বের অন্যতম বৃহৎ এই দেশটির অ্যাথলেটরা জিতে নিয়েছে ১০টি স্বর্ণ। তবে অন্য পদকে অনেক পিছিয়ে যুক্ত রাষ্ট্রের চেয়ে।  মাত্র ৫টি রৌপ্য এবং ৮টি ব্রোঞ্জসহ তাদের মোট পদক ২৩টি।

ষষ্ঠ দিনে এসে তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়ার দেশ জাপান। ৬টি স্বর্ণ জিতেছে দেশটির অ্যাথলেটরা। মোট অর্জন ১টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জ সহ মোট ১৮টি পদক।

যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে পাল্লা দিতে না পারলেও এবার অস্ট্রেলিয়ার সঙ্গে ঠিকই পাল্লা দিচ্ছে হাঙ্গেরি। দু’দেশেরই অর্জন ৫টি করে স্বর্ণ। অস্ট্রেলিয়া ২টি রৌপ্য জিতে এগিয়ে হাঙ্গেরির চেয়ে। মোট অর্জন ১২টি পদক। হাঙ্গেরির মোট অর্জন ৬টি পদক।

ডোপ পাপে নিষিদ্ধ দেশ রাশিয়াও জিতে নিয়েছে ৪টি স্বর্ণ। মোট পদক ১৫টি। ৪টি স্বর্ণ জিতেছে দক্ষিণ কোরিয়াও। ইতালি, গ্রেট ব্রিটেন জিতেছে ৩টি করে স্বর্ণ। ২টি করে স্বর্ণ জিতেছে ফ্রান্স, কাজাখস্তান, থাইল্যান্ড। ১টি করে স্বর্ণ জিতেছে ১৬টি দেশ। মোট ৫১টি দেশ এখনও পর্যন্ত পদক জিতেছে রিও অলিম্পিক গেমসে।

রিও অলিম্পিকের পদক তালিকা
(৬ষ্ঠ দিন পর্যন্ত)

ক্রমিক

দেশ

স্বর্ণ

রৌপ্য

ব্রোঞ্জ

মোট

যুক্তরাষ্ট্র

১১

১১

১০

৩২

চীন

১০

২৩

জাপান

১১

১৮

অস্ট্রেলিয়া

১২

হাঙ্গেরি

রাশিয়া

১৫

দক্ষিণ কোরিয়া

ইতালি

১১

গ্রেট ব্রিটেন

১২

১০

ফ্রান্স

১১

কাজাখস্তান

১২

থাইল্যান্ড

১৩

জার্মানি

১৪

সুইডেন

১৫

নেদারল্যান্ডস

১৬

বেলজিয়াম

১৭

ব্রাজিল (স্বাগতিক)

১৮

কলম্বিয়া

১৯

স্লোভেনিয়া

২০

ভিয়েতনাম

২১

চাইনিজ তাইপে

২২

গ্রিস

২৩

স্পেন

২৪

সুইজারল্যান্ড

২৫

আর্জেন্টিনা

২৬

ক্রোয়েশিয়া

২৭

অলিম্পিক দল

২৮

কসভো

২৯

উত্তর কোরিয়া

৩০

ইউক্রেন

৩১

ইন্দোনেশিয়া

৩২

নিউজিল্যান্ড

৩৩

দক্ষিণ আফ্রিকা

৩৪

কানাডা

৩৫

জর্জিয়া

৩৬

আজারবাইজান

৩৭

ডেনমার্ক

৩৮

মালয়েশিয়া

৩৯

মঙ্গোলিয়া

৪০

ফিলিফাইন

৪১

স্লোভাকিয়া

৪২

তুরস্ক

৪৩

মিশর

৪৪

উজবেকিস্তান

৪৫

চেক রিপাবলিক

৪৬

ইজরায়েল

৪৭

কিরগিজস্তান

৪৮

পোল্যান্ড

৪৯

পর্তুগাল

৫০

তিউনিসিয়া

৫১

আরব আমিরাত

 

সর্বমোট

৭৩

৭৩

৮৪

২৩০

 

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।