মোস্তাফিজের চিকিৎসায় খরচ হচ্ছে ১৫ লাখ টাকা


প্রকাশিত: ০১:২৫ পিএম, ১১ আগস্ট ২০১৬

বাম কাঁধের ইনজুরিটা গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময়ই ধরা পড়ে। এরপর রিহ্যাব, অনুশীলন- এভাবেই চলছিল তার ক্যারিয়ার। এশিয়া কাপের শেষ অংশ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অংশ খেলতে পারেননি তিনি। বিশ্বকাপের তিন ম্যাচ খেলে ৯ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। এরপর তো আইপিএলে চ্যাম্পিয়ন করলেন সানরাইজার্স হায়দারাবাদকে- সেই ইনজুরি নিয়েই।

আইপিএল থেকে ফিরে ইংল্যান্ড যাওয়ার কথা। ইনজুরি তাকে আগে যেতে দিলো না। প্রায় দেড় মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে ছিলেন। এরপর গেলেন লন্ডনে। সাসেক্সের হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছিলেন। এরপর খেলার কথা ওয়ানডে ম্যাচ। অনুশীলন করতে গিয়েই পড়লেন আবার ইনজুরিতে। এবার বিসিবি উদ্যোগী হলো- না, এবার তার ইনজুরিটা ভালো চেকআপ করাতেই হবে।

শেষ পর্যন্ত টনি কোচার, লেনার্ড ফ্রাঙ্ককে দেখিয়েছেন কাঁধের ইনজুরিটা। সর্বশেষ দেখালেন অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসকে। তার অধীনেই ক্রমওয়েল হাসপাতালে আজ সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে মোস্তাফিজের অস্ত্রোপচার। তার কাঁধের এই অস্ত্রোপচার, হাসপতাল-ডাক্তারের ফি সব মিলিয়ে তার খরচ পড়বে প্রায় ১৪ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা)।

জানা গেছে, চিকিৎসার পুরো খরচ বহন করতে হচ্ছে না বিসিবিকে। সাসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় সাসেক্সও তার চিকিৎসার ব্যয়ভার বহনে অংশীদার হচ্ছে। মূলত লন্ডনে শুরুর দিকের মোস্তাফিজের চিকিৎসার খরচ তারাই বহন করেছে। একটি সূত্রে জানা গেছে, চোট পাওয়ার পর মোস্তাফিজের প্রথম এমআরআই বাবদ ৮৫০ পাউন্ড, দ্বিতীয় এমআরআইয়ের ১ হাজার পাউন্ড এবং বিশেষজ্ঞ শল্যবিদ টনি কোচারের ভিজিট হিসেবে আরও ১ হাজার পাউন্ড দিয়েছে সাসেক্স। এরপর থেকেই কাটার মাস্টারের চিকিৎসার সব খরচ বহন করছে বিসিবি।

ম্যানচেস্টারে ডা. লেনার্ড ফ্রাঙ্ককে দেখানোর সময় তার ভিজিট ছিল ১ হাজার ৫০ পাউন্ড। অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন তিনিও; কিন্তু ছুটিতে চলে যাবেন বলে ফ্রাঙ্কের কাছে অস্ত্রোপচার করতে সময় লাগতো আরও। এ কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে বিসিবি যোগাযোগ করে বুপা ক্রমওয়েল হাসাপাতালের অর্থপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের সঙ্গে।

হাসপাতালে ২৫০ পাউন্ড এন্ট্রি ফি দিয়ে তাকে প্রথমবার দেখান মোস্তাফিজ। ওই সাক্ষাতের ভিজিটের টাকাটা তখনই না নিলেও সেটি যোগ হওয়ার কথা অস্ত্রোপচারের বিলের সঙ্গে। ভিজিটের অঙ্কটা হতে পারে হাজার খানেক পাউন্ডের মতো।
মোস্তাফিজের কাঁধে আজ ‘টেলিস্কোপ সার্জারি’ নামে যে অস্ত্রোপচারটি হবে, শুধু সেটিতেই বিসিবির খরচ হচ্ছে ৯২৪০ পাউন্ড। এর মধ্যে ওয়ালেসের ফি ৪৫০০ পাউন্ড, হাসপাতাল ফি ৩৩৯০ পাউন্ড ও অ্যানেসথেসিয়া ফি ১৩৫০ পাউন্ড। সব মিলিয়ে মোস্তাফিজের চিকিৎসা বাবদ বিসিবির খরচ পড়ছে প্রায় সাড়ে ১১ হাজার পাউন্ড, বাংলাদেশী মুদ্রায় যা ১১ লাখ ৭৩ হাজার টাকার মতো।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।