সর্বকালের সেরা টি২০ একাদশে সাকিব-মোস্তাফিজ


প্রকাশিত: ১০:৫৫ এএম, ১১ আগস্ট ২০১৬

ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। ক্রিকেট দুনিয়ার বড় আসরগুলোতে দাপটের সঙ্গেই খেলে যাচ্ছেন তিনি। সবশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসকে চ্যাম্পিয়ন করেছেন তিনি।

জাতীয় দলেও কম যান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। অলরাউন্ড পারফর্ম করার সুবাদে বিশ্বসেরা অলরাউন্ডার তকমাটা নিজের দখলে নিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন এখন সাকিব। ৫৪টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১১০৩ রান। বল হাতে নিয়েছেন ৬৫ উইকেট।

সাকিবের দেখানো পথেই হাঁটছেন মোস্তাফিজুর রহমান। মাত্র ২০ বছর বয়সেই বাঘা বাঘা ব্যাটসম্যানের ঘুম হারাম করছেন তিনি। কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে দুর্দান্ত বোলিং করে থাকেন। প্রথমবারের মতো বিদেশি লিগে (আইপিএল) খেলতে গিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছেন। জিতে নিয়েছেন আসরটির সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও।

sakib-mostafiz

সবশেষ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে অভিষেক ম্যাচেই আলো ছড়ান তিনি। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশি কাটার মাস্টার। দেশের জার্সিতে দারুণ উজ্জ্বল তিনি। ১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে বল হাতে নিয়েছেন ২২ উইকেট। টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০তে ক্যারিয়ারসেরা ৫ উইকেট নেন মোস্তাফিজ।

ভারতের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারের বিচারে সর্বকালের সেরা টি২০ একাদশে জায়গা পেয়েছেন সাকিব-মোস্তাফিজ। বাংলাদেশের এই দুই তারকার সঙ্গে রয়েছেন বিরাট কোহলি, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালামের মতো তারকারা। সাকিবের ভূমিকা একজন স্পিন অলরাউন্ডার হিসেবে। আর পেসারের ভূমিকা রয়েছেন মোস্তাফিজ। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে সুরেশ রায়নাকে।

এবার একনজরে দেখে নেয়া যাক আনন্দবাজারের সেই একাদশ:

 ১. ক্রিস গেইল
২. ব্রেন্ডন ম্যাককালাম
৩. বিরাট কোহালি
৪. এবি ডি ভিলিয়ার্স
৫. সাকিব অাল হাসান
৬. মহেন্দ্র সিং ধোনি
৭. ডোয়াইন ব্রাভো
৮. ডেল স্টেইন
৯. সুনীল নারিন
১০. মোস্তাফিজুর রহমান
১১. লাসিথ মালিঙ্গা

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।