ইতিহাস গড়লেন বেলমন্তে


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১১ আগস্ট ২০১৬

রিও অলিম্পিকে খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল ঘোর সন্দেহ। তবে ইনজুরি ধাক্কা সামলে নিয়ে চলমান আসরে অংশ নেন মিরেইয়া বেলমন্তে। নিজেকে দারুণভাবে মেলে ধরেন তিনি। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন স্পেনের এই সাঁতারু।

স্পেনের ইতিহাসে অলিম্পিকে সোনা জেতা প্রথম নারী সাঁতারু এখন বেলমন্তে। অনন্য এই নজির গড়ার পর রোমাঞ্চিত ২৫ বছর বয়সী অ্যাথলেট বলেন, ‘আমি এটা কখনো ভাবিনি যে চোট সেরে রিওতে অংশ নিতে পারবো। যাইহোক আমি পেরেছি, এতেই আমি খুশি। সোনা জিতব, এটা তো বিশ্বাসই করতে পারছিলাম না।’

মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অস্ট্রেলিয়ার ম্যাডেলিন গ্রোভসকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন বেলমন্তে। গন্তব্যে পৌঁছতে দুজনের ব্যবধান মাত্র দশমিক শূন্য তিন সেকেন্ড। বেলমন্তের লেগেছে দুই মিনিট ৪.৮৫ সেকেন্ড। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন জাপানের নাতসুমি হোশি।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।