অলিম্পিক ফুটবল থেকে আর্জেন্টিনার বিদায়


প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১০ আগস্ট ২০১৬

এবারের অলিম্পিকের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো আর্জেন্টিনা ফুটবল দলকে। হন্ডুরাসের সঙ্গে ১-১ গোলে ড্র করে ছিটকে গেলেন জুনিয়র মেসিরা।

কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজকের ম্যাচে জিততেই হতো তাদের। কিন্তু র‍্যাঙ্কিংয়ে ৮২ নম্বর দলের সঙ্গে ড্র করে স্বপ্নভঙ্গ হলো আলবিসেলেস্তেদের।

হার দিয়েই রিও অলিম্পিক মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের কাছে তারা পরাস্ত হয়েছিল ২-০ গোলের ব্যবধানে। এতে বড়সড় এক ধাক্কা খেয়েছিল তারা।

দ্বিতীয় ম্যাচে অবশ্য সমর্থকদের হতাশ করেননি জুনিয়র মেসিরা। ১০ জনে পরিণত হওয়া দল নিয়েও আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা টিকিয়ে রেখেছিল আর্জেন্টিনা।

কিন্তু সামনে আর যেতে দিল না হন্ডুরাস। ম্যাচের ৭৫ মিনিটে অ্যান্থনি লোজানোর পেনাল্টি গোলে ১-০ গোলে এগিয়ে যায় হন্ডুরাস। খেলার অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল পরিশোধ করে আর্জেন্টিনা।

কিছুক্ষণের জন্য আশা ফিরে পেলেও আর কোনো গোল করতে পারেনি আর্জেন্টিনা। ফলে দুবারের সোনাজয়ীদের এবার খালি হাতেই ফিরতে হচ্ছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।