মেসির মত হারিয়ে যাবে নেইমারও!


প্রকাশিত: ০৪:১১ পিএম, ১০ আগস্ট ২০১৬

চারটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন। সর্বশেষ টানা তিনটি। তবুও একটি শিরোপাও হাতে তুলে নিতে পারেননি বর্তমান সময়ের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। যে কারণে, আর্জেন্টিনার সমর্থক এবং মিডিয়ার কাছে সব সময়ই বিদ্রুপের পাত্র হয়েছিলেন মেসি। কোনো কোনো জরিপে উঠে এসেছিল স্থানীয় সমর্থকদের কাছে একজন রেফারিও মেসির চেয়ে জনপ্রিয়। একে তো শিরোপা জিততে না পারা, অপরদিকে বিদ্রুপ। ফলে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসরের ঘোষণা দিয়ে বসেন মেসি।

ব্রাজিলের নেইমার কিন্তু এরই মধ্যে একটা আন্তর্জাতিক শিরোপা জিতে ফেলেছেন। ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ জিতেছেন তিনি। যদিও এরপর একা এক নেইমারের ওপর প্রত্যাশার পাহাড় চাপিয়ে দিয়ে তার আসল খেলাটাই যেন দুর করে দিয়েছে ব্রাজিল। এমনকি তারা অলিম্পিক ফুটবলে স্বর্ণকে এতটাই গুরুত্ব দিচ্ছিল যে, নেইমারকে কোপা আমেরিকায় না খেলিয়ে রিজার্ভ রেখে দেয়া হলো অলিম্পিকের জন্য।

অথচ, অলিম্পিকে এসে নিজেদের প্রথম দুই ম্যাচেই নিষ্প্রভ নেইমার। দক্ষিণ আফ্রিকা কিংবা ইরাকের মত দলের বিপক্ষে গোল পেতে ব্যর্থ তার দল। সর্বশেষ ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ইরাকের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের কারণে গ্যালারি থেকে অনেক বিদ্রুপ শুনতে হয়েছে নেইমারকে। এমনকি কেউ কেউ নারী ফুটবলার মার্তাকে নেইমারের চেয়ে সেরা হিসেবেও স্বীকৃতি দিতে শুরু করেছে।

এই বিষয়টা বেশ ভাবিয়ে তুলেছে ব্রাজিল অলিম্পিক ফুটবল দলের কোচ রোজারিও মিকালেকে। তিনি খুব চিন্তিত নেইমারের প্রতি সমর্থক এবং মিডিয়ার আচরণ দেখে। মিকালে বলেন, ‘আমার কোন সন্দেহ নেই, একদিন নেইমার বিশ্বসেরা ফুটবলার হবেন। তবে তার প্রতি আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন ব্রাজিলের সমর্থক এবং মিডিয়াকে। কারণ, আমি খুব ভয়ের মধ্যেই আছি যে, আর্জেন্টিনার মেসির মত ব্রাজিলও নেইমারকে হারিয়ে ফেলতে পারে।’

মিকালে বলেন, ‘নেইমার তো একদিন বিশ্বসেরা হবেন। তার প্রতি আমাদের আরও শ্রদ্ধা থাকা উচিৎ। তিনি এখনও একেবারে তরুণ। আমি জানি, কোনো কোনো সময় তিনি এমন কোনো আচরণ করেন যেটা হয়তো আমরা পছন্দ করি না। এটা সম্ভবত বয়সের কারণে। সুতরাং, একই আচরণ তো আমাদের করা উচিৎ না। আমরা যদি আমাদের সেরা ফুটবলারকে সম্মান না করি, তাহলে নিশ্চিত মেসির মত তিনিও একদিন আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বলে দিতে পারেন।’

মার্তার প্রতিও সম্মান দেখান মিকালে। তিনি বলেন, ‘মার্তার বয়স এখন কত? ৩১। তিনি তার ক্ষেত্রে সেরা। তার সঙ্গে নেইমারের তুলনা কেন? নেইমার তো আমাদের ফুটবলের ভবিষ্যৎ। তার বয়স মাত্র ২৪। কিন্তু তিনি এখনও পুরোপুরি ম্যাচিউরড না।’   

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।