আজ জিততেই হবে আর্জেন্টিনাকে


প্রকাশিত: ১২:০৮ পিএম, ১০ আগস্ট ২০১৬

হার দিয়েই রিও অলিম্পিক মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের কাছে তারা পরাস্ত হয়েছিল ২-০ গোলের ব্যবধানে। এতে বড়সড় এক ধাক্কা খেয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে অবশ্য সমর্থকদের হতাশ করেননি জুনিয়র মেসিরা।

১০ জনে পরিণত হওয়া দল নিয়েও আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা টিকিয়ে রাখে আর্জেন্টিনা। গ্রুপপর্বের শেষ ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত ১০টায়। আজ জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবেন মেসির উত্তরসূরিরা। ড্র কিংবা হারলেই বিদায় নেবে তারা!

Arzentina

 ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার অবস্থান তৃতীয়। ২ ম্যাচে একটি করে হার ও জয়ে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে হন্ডুরাসের অবস্থান দ্বিতীয়। ২ ম্যাচ খেলে দুটিতে জয় নিয়ে শীর্ষে থাকা পর্তুগালের ভাণ্ডারে সঞ্চয় ৬ পয়েন্ট।

আজ জয়ের জন্য মাঠে নামবে আর্জেন্টিনা। নিজেদের সেরাটা ঢেলে দিয়ে আবারো সোনা জয়ের দরজা খোলা রাখতে চাইবেন অ্যাঙ্গেল কোরিয়ারা। ২০০৮ সালের অলিম্পিকের পর আর ফুটবল ইভেন্টে সোনা জিততে মরিয়া জুনিয়র মেসিরা। দেখা যাক, আজ কী হয়!

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।