‘গুলির শব্দে আতঙ্কিত হয়ে যাই’


প্রকাশিত: ১১:১২ এএম, ১০ আগস্ট ২০১৬

রিও অলিম্পিককে ঘিরে সতর্কতার কমতি নেই ব্রাজিলের! তার পরেও নাশকতা এড়াতে পারছে না আয়োজকরা। মঙ্গলবার ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। টুর্নামেন্টটি কভার করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা চালানোর চেষ্টা করা হয়। তাদের বাসকে লক্ষ্য করে ছোড়া হয় গুলিও।

সেই গুলিতে চুর্ণবিচূর্ণ হয়েছে বাসটির জানালার কাচ। কাচের টুকরো লেগে জখম হয়েছেন দুই-তিন জন সাংবাদিক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এমনটাই। তবে এ হামলার ঘটনা নিয়ে মুখ খোলেনি ব্রাজিল পুলিশ। এদিন বাস্কেটবল মাঠ থেকে সাংবাদিকদের নিয়ে বাসটি অলিম্পিক পার্কে যাচ্ছিল।

ওই বাসের পেছনের আসনে বসা ছিলেন ফটো সাংবাদিক ডেভিয়েস। তিনি বলেন, ‘হঠাৎ গুলির শব্দ শুনলাম। সবাই আতঙ্কিত হয়ে যাই। নিজেদের বাঁচানোর চেষ্টা করি। চালক এক মিনিটের জন্য বাসটি থামিয়ে রেখেছিল। তখন পাশের লোকজন চিৎকার করছিল, ‘‘চলে যাও, চলে যাও’’ বলে। কয়েক মিনিট পর পুলিশ দেখতে পাই।’

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।