বার্সাকে আরো শক্তিশালী করতে চান এনরিক


প্রকাশিত: ১০:১৬ এএম, ১০ আগস্ট ২০১৬

বার্সেলোনার স্কোয়াডে রয়েছেন লিওনেল মেসি, নেইমার দ্য সিলভা, আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকের মতো তারকারা। সম্প্রতি সেই সঙ্গে যোগ দিয়েছেন ইউরো মাতিয়ে আসা আন্দ্রে গোমেস, স্যামুয়েল উমতিতি ও লুকা ডিনিয়ে। এ ছাড়া জর্দি আলবা, হাভিয়ের মাসচেরানো, কার্লোস ব্রাভোর মতো ফুটবলাররা তো আছেনই।

তার পরেও নতুন ফুটবলার দলে টেনে বার্সাকে আরো শক্তিশালী করতে চান কোচ লুইস এনরিক। যদিও বর্তমান স্কোয়াডকে সাম্প্রতিক বছরগুলোর সেরা মানছেন এই স্প্যানিশ কোচ। বলেন, ‘কাগজে-কলমে আমাদের সাম্প্রতিক সময়ের সেরা দল বার্সেলোনা। তবে কিছু ভালো ফুটবলার দেখলে আমরা তাদের সই করতে পারি। সেটা আরো ভালো করতে কাজে দেবে। তেমন কিছু না হলে আমাদের দলে যা আছে, তা নিয়েই আমরা ভালো আছি।’

আগে থেকেই সেরা দল গড়ে আসছে বার্সা। সামনেও একই পরিকল্পনা রয়েছে কাতালান ক্লাবটির। এনরিকের ভাষায়, ‘যদি তরুণ খেলোয়াড় ভালো দামে দলে নিতে পারি, তাহলে তাদের চুক্তি না করানোটা হবে হাস্যকর। আমরা সবসময়ই দল শক্তিশালী করার জন্য মুখিয়ে থাকি। এখন তরুণ খেলোয়াড়দের চুক্তির কথাই ভাবছি।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।