কঠিন সমীকরণের মুখোমুখি নেইমারের ব্রাজিল


প্রকাশিত: ০৯:০৫ এএম, ১০ আগস্ট ২০১৬

হারলেই বিদায়, ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে, জিতলে পরের রাউন্ড নিশ্চিত, এমন অবস্থা প্রথমবারের মত স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা নেইমারের ব্রাজিলের। নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার সকাল ৭ টায় ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে নেইমার-গ্যাব্রিয়েলরা।

পাঁচবার বিশ্বকাপ ও তিনবার ফিফা কনফেডারেশন্স কাপ জিতলেও কখনও অলিম্পিক ফুটবলে সাফল্য পায়নি ব্রাজিল। এবার ঘরের মাঠে সেই অধরা সোনা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল নেইমার-গ্যাব্রিয়েলরা। তবে সোনা জয় তো দূরে থাক প্রথম দুই ম্যাচে গোল শূন্য ড্রতে অলিম্পিকের গ্রুপ পর্বেও বাদ পড়ার শঙ্কায় স্বাগতিক ব্রাজিল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল মাঠে নামবে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে ডেনমার্কের বিপক্ষে। আর ইরাকের ম্যাচ ১ পয়েন্ট নিয়ে শেষে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শেষ ম্যাচটা ইরাক জিতে গেলে ব্রাজিলকেও জিততেই হবে। শুধু তা-ই নয়, ইরাক যদি গোল করে ড্র করে (১-১ বা ২-২ এমন স্কোরে) ব্রাজিল গোলশূন্য করলেও বাদ পড়ে যাবে। সে ক্ষেত্রে ব্রাজিলের জয় ছাড়া অন্য কিছু চিন্তা করার সুযোগ থাকবে না।

এদিকে  ইরাক ও ব্রাজিল নিজেদের শেষ ম্যাচটি জিতলে অবশ্য দুই দলই কোয়ার্টার ফাইনালে চলে যাবে। বাদ পড়বে ডেনমার্ক।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।