ফের ম্যানইউতে এসে রোমাঞ্চিত পগবা


প্রকাশিত: ১১:৪১ এএম, ০৯ আগস্ট ২০১৬

পেশাদার ফুটবলে পল পগবার অভিষেক হয় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই, ২০১১-১২ মৌসুমে। তবে ক্লাবটিতে খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি। নিয়মিত একাদশে জায়গা পেতেন না। ক্ষোভে ২০১২ সালে ম্যানইউ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান তিনি!

এবার পরিণত হয়ে বিশ্ব রেকর্ড গড়েই ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে যোগ দিলেন পগবা। ১১ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ম্যানইউতে নাম লেখান তিনি। ভেঙেছেন গ্যারেথ বেলের রেকর্ড। ২০১৩ সালে টটেনহাম হটস্পার থেকে ১০ কোটি ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই ওয়েলসম্যান।

ঘরের ছেলে ঘরে ফিরতে পেরে রোমাঞ্চিত পগবা। বলেন,  ‘আমি এখন খুবই খুশি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। ক্লাবটির (ম্যানইউ) হয়ে খেলার অপেক্ষায় রয়েছি। ব্যাপারটা এমন যে আমি একটি দলকে ছেড়ে গেলাম, আবার ফিরলাম। সত্যি বলছি, খুবই ভালো লাগছে।’

হালের অন্যতম সেরা কোচ হোসে মরিনহোর অধীনে খেলতে মুখিয়ে রয়েছেন পগবা। বলেন, ‘মরিনহো আমাকে আরো ভালো খেলোয়াড় হতে সাহায্য করবেন। গড়বেন ভালো মানুষ হিসেবেও। আমি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। ব্যালন ডি‘অর জেতা আমার স্বপ্নগুলোর মধ্যে অন্যতম। আশা করি, সেটাও জিততে পারব। ম্যানইউতে প্রথম লক্ষ্য, প্রিমিয়ার লিগ জেতা- যা কখনো আমি জিততে পারিনি।’

এনইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।