ইংল্যান্ড নিরাপত্তা দল ঢাকা আসছে ১৭ আগস্ট


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০৯ আগস্ট ২০১৬

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড জাতীয় দল। তবে এর আগে দেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে আগামী ১৭ আগস্ট তিন সদস্যের একটি দল পাঠাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত রিপোর্টের ওপরই নির্ভর করছে লাল-সবুজদের দেশে ইংল্যান্ড ক্রিকেট দলের আসা না আসা।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলি সোমবার সাংবাদিকদের বলেন, `দিল্লি হয়ে আগামী ১৭ আগস্ট ৪ দিনের সফরে তিন সদস্যের ইংল্যান্ড নিরাপত্তা দল ঢাকায় আসবেন। এ সময় তারা ক্রিকেটারদের থাকার হোটেল, হোটেল থেকে মাঠে যাওয়ার রাস্তা, মাঠ ইত্যাদি স্থানের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে।

সম্প্রতি গুলশান ট্র্যাজেডি ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর পাল্টে যায় দৃশ্যপট। তারই ছোঁয়া লাগে এ দেশের ক্রিকেটে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে ইংল্যান্ড আসবে কি না? তা নিয়ে দেখা দেয় চরম অনিশ্চয়তা। তবে এখন পর্যন্ত এ সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।