টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি এখন সাকিব


প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৮ আগস্ট ২০১৬

ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন এবং পাকিস্তানের সাঈদ আজমলকে পেছনে ফেলে স্পিনার হিসেবে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

সোমবার বাংলাদেশ সময় সকালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৯ উইকেটে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতে নিয়েছে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস। এ ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট লাভ করেন তিনি। আর তাতেই সুনিল নারিনকে পেছনে ফেলে দেন তিনি।

মোট ২০৯ টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ২৪২টি। অপরদিকে সুনিল নারিনের উইকেটে ২৪১টি। নারিন যদিও ম্যাচ খেলেছেন কম, ১৯১টি। তৃতীয় স্থানে থাকা সাঈদ আজমলের উইকেট সংখ্যা ১৭৪ ম্যাচে ২৪০টি। ২২৩ ম্যাচে ২৩৯ উইকেট নিতে শহিদ আফ্রিদি রয়েছেন চতুর্থ স্থানে।

পেসার এবং স্পিনার মিলিয়ে অবশ্য সাকিবের অবস্থান সপ্তম। টি-টোয়েন্টিতে শীর্ষে থাকা ছয় পেসার হলেন- ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৩৪১ উইকেট), শ্রীলংকার লাসিথ মালিঙ্গা (২৯৯ উইকেট), পাকিস্তানের ইয়াসির আরাফাত (২৮০ উইকেট), দক্ষিণ আফ্রিকার আলফনসো থমাস (২৬৩ উইকেট), পাকিস্তানের আজহার মেহমুদ (২৫৮ উইকেট) এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডার্ক ন্যানেস (২৫৭ উইকেট)।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।