পুলিশ হত্যা মামলার প্রধান আসামি উল্কা বন্দুকযুদ্ধে নিহত


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ২৮ জুলাই ২০১৪

টাঙ্গাইলে এএসআই নুরুল ইসলাম হত্যার প্রধান আসামিসহ দুই উল্কা বাহিনীর প্রধান উল্কা বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সোমবার ভোরে মির্জাপুরের কদম বাজার এলাকায় পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ উল্কার খোঁজে অভিযান চালালে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই উল্কা মারা যান। এ সময় গুলিবিদ্ধ হন শাহেদ ও ডলার। তাদেরকে কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়।

২৬ জুলাই অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হন টাঙ্গাইলের মডেল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর পর গত শনি ও রোববার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি উল্কাসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।