লেস্টারকে হারিয়ে শিরোপা জিতলো ম্যানইউ


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০৮ আগস্ট ২০১৬

কমিউনিটি শিল্ডের শিরোপা দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে শুরু হল মরিনহো যুগের। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের আসরে দুর্দান্ত চমক দেখিয়ে শিরোপা জেতা লিচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপার স্বাদ পায় রুনি-ইব্রাহিমোভিচরা।

ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রুনি-ইব্রাহিমোভিচরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩২ মিনিটে রুনির কাছ থেকে বল পেয়ে গোল করেন লিনগার্ড। আর এ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানইউ।

বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ইংলিশ চ্যাম্পিয়নরা। ম্যাচের ৫২ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ইংলিশ ফরোয়ার্ড জেমি ভার্ডি। তবে ম্যাচের শেষ দিকে নিজের সামর্থ্যের ঝলক দেখান চলতি মৌসুমে ইউনাইটেডে যোগ দেওয়া ইব্রাহিমোভিচ। ম্যাচের ৮৩তম মিনিটে ভালেন্সিয়ার ক্রসে চমৎকার এক হেডে বল জালে পাঠিয়ে ভক্তদের উল্লাসে মাতান তিনি। বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।