চোখের জলে জোকোভিচের বিদায়


প্রকাশিত: ০৫:৪২ এএম, ০৮ আগস্ট ২০১৬

অলিম্পিকে স্বর্ণ জয়ের স্বপ্নটা কঠিন হয়ে গেলো টেনিস বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচের। রিও অলিম্পিকে ছেলেদের এককে অঘটনের জন্ম দিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন এক নম্বর এই তারকা। আর অপ্রত্যাশিত এমন হারে আবেগ ধরে না রাখতে পেরে কান্নায় ভেঙে পড়েন সার্বিয়ান এ তারকা।

সোনা জয়ের মিশনে প্রথম রাউন্ডে নিজের ক্যারিয়ারের প্রত্যেকটি গ্র্যান্ডস্ল্যাম জেতা জোকোভিচের প্রতিপক্ষ ছিল ১৪৪ নম্বর বাছাই হুয়ান মার্টিন দেল পোর্তো। তবে অপ্রত্যাশিত ভাবে টানা দুই সেট ৭-৬ ও ৭-৬ গেমে পরাজিত হন জোকোভিচ। তবে এককে হারলেও দ্বৈতে সোনা জয়ের আরও একটা সুযোগ পাচ্ছেন বিশ্বের এক নম্বর তারকা।     

ম্যাচ হেরে জোকোভিচ বলেন, ‘কোনো সন্দেহ নেই এটি আমার ক্যারিয়ারের সবেচেয়ে খারাপ হার। এটি মেনে নেওয়া খুবই কঠিন।’

এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকেও এই দেল পোর্তোর বিপক্ষে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল জোকোভিচকে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।