ফাইনালে সোমবার মাঠে নামছে সাকিবের জ্যামাইকা


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৭ আগস্ট ২০১৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের ফাইনালে গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের জ্যামাইকা তালাওয়াস। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে খেলাটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় ভোর ৫ টায়।  

গ্রুপ পর্বে দু`দলের প্রথম দেখায় গায়ানা অ্যামাজানের কাছে ৭ উইকেটে হেরেছিলো জ্যামাইকা। যদিও ফিরতি ম্যাচেই তাদের ৫ উইকেটে হারিয়ে প্রতিশোধ নেয় গেইল-সাকিবরা।

এরপর প্রথম কোয়ালিফায়ারে আবারো তাদের কাছে ৪ উইকেটে হেরে যায় সাকিবের জ্যামাইকা। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগোকে এক রকম উড়িয়ে দিয়েই প্রথমবারের মত ফাইনালে জায়গা করে নেয় পল নিকসনের শিষ্যরা।

গায়ানা`র বিপক্ষে খেলা তিন ম্যাচেই ব্যাটে ও বলে দলের পক্ষে দারুণ অবদান রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ৪০ দশমিক ৫ গড়ে করেছেন ৮১ রান। আর বোলিং এ নিয়েছেন ২ উইকেট। এছাড়াও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাসেলও রয়েছেন দারুণ ফর্মে।

অন্যদিকে ডোয়াইন স্মিথ, সোহেল তানভীর, দেবেন্দ্র বিশুদের নিয়ে গায়ানা অ্যামাজান দলটিও দারুণ ভারসাম্যপূর্ণ। তাই এক জমজমাট ফাইনালের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

গায়ানা আমাজন ওয়ারিয়র্স একাদশ (সম্ভাব্য): ডাওয়েন স্মিথ, নিক ম্যাডিনসন, ক্রিস লিন, জ্যাসন মোহাম্মদ, অ্যান্থনি ব্রাম্বল (উইকেটরক্ষক), ক্রিস ব্রাম্বল, সোহেল তানভীর, রায়াদ এমরিত (অধিনায়ক), ভেরাস্যামি পারমল, স্টিভেন জ্যাকবস, অ্যাডাম জাম্পা।

জ্যামাইকা তালাওয়াশ একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল (অধিনায়ক), চাদউইক ওয়ালটন, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ইমাদ ওয়াসিম, জনাথন ফু, ওশানে থমাস, কেজরিক উইলিয়ামস, গ্যারে ম্যাথুরিন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।