ম্যানসিটিতে নাম লেখালেন মোরেনো


প্রকাশিত: ১১:২৫ এএম, ০৭ আগস্ট ২০১৬

বার্সা ও বায়ার্নের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সেরা তারকাদের নিয়ে দল সাজাতে কার্পণ্য করছেন না চলতি মৌসুমে ইংলিশ লিগে ম্যানসিটিতে যোগ দেওয়া গার্দিওলা। এবার পাঁচ বছরের চুক্তিতে ৪ দশমিক ৭৫ মিলিয়ন পাউন্ডে কলম্বিয়ার টিনএজ ফরোয়ার্ড মার্লোস মোরেনোকে দলে টানলেন এই স্প্যানিশ কোচ। তবে ১৯ বছর বয়সী এ তরুণ তুর্কি ম্যানসিটিতে যোগ দিলেও ধার হিসেবে ২০১৬-১৭ মৌসুমটি তিনি কাটাবেন স্প্যানিশ দল ডিপোর্টিভো লা করুনায়।

সিটির ওয়েবসাইটে মোরেনো বলেন, `বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর একটি ম্যানসিটি। এমন একটি বড় ক্লাবের সদস্য হওয়ার অভিজ্ঞতা খুবই ভালো হবে। এমন সুযোগের সর্বোচ্চটা আমি কাজে লাগাতে চাই।’

গার্দিওলার প্রশংসা করে মোরেনো আরও বলেন, `বিশ্বের সেরা ম্যানেজারদের একজন পেপ গার্দিওলা। আমি মনে করি তরুণ খেলোয়াড়দের তিনি খুবই পছন্দ করেন। তার সঙ্গে কাজ করা এবং বড় একটি দলের অংশ হওয়াটা হবে অনেক বড় কিছু।`

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।