প্রথম রাউন্ডে থেকেই ভেনাস-সানিয়ার বিদায়


প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৭ আগস্ট ২০১৬

অলিম্পিক মেয়েদের টেনিসে প্রথম রাউন্ডেই অঘটনের শিকার হলেন ছয় নম্বর বাছাই ভেনাস উইলিয়ামস। আর মেয়েদের ডাবলসের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের সানিয়া মির্জাও।

সোনা জয়ের মিশনে প্রথম রাউন্ডে ভেনাসের প্রতিপক্ষ ছিল বেলজিয়ামের ৬২ নম্বর খেলোয়াড় কারস্টেন ফ্লিপকেন্স। প্রথম সেটে  ৪-৬ ভেনাস জয় পেলেও এরপর ঘুরে দাড়ায় ফ্লিপকেন্স। বাকি দুই সেট  ৬-৩, ৭-৫ (৭-৫) গেমে জিতে নেয় বেলজিয়াম তারকা। এর আগে ২০০০ সিডনিতে প্রথমবারের মতো অলিম্পিকের এককে সোনা জিতেছিলেন ভেনাস।

তবে সোনা জয়ের আরও একটা সুযোগ পাচ্ছেন ভেনাস। বোন সেরেনার সঙ্গে দ্বৈতে এখনো সোনার আশা বেঁচে আছে। লন্ডনেও এ দুজন দ্বৈতে সোনা জিতেছিলেন, তার আগে জিতেছেন আরও দুইবার।

এদিকে দ্বৈতে যখন আশা রাখছেন ভেনাস, তখন ওই দ্বৈতেই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ছেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। অলিম্পিকে দ্বৈতে তার সঙ্গী ছিলেন প্রার্থনা থোমবারে। কিন্তু চীনের শুয়াং ঝেং ও শুয়াং পেংয়ের কাছে দুজন হেরে গেছে এই জুটি ৭-৬ (৮-৬), ৫-৭, ৭-৫। এখন রোহান বোবান্নার সঙ্গে মিশ্র দ্বৈতেই শুধু পদকজয়ের স্বপ্ন বেঁচে আছে সানিয়ার।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।