অনন্য কীর্তি গড়লেন হাঙ্গেরির ‘জলকন্যা’


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ০৭ আগস্ট ২০১৬

এর আগেও তিনটি অলিম্পকে অংশ নিয়েছেন হাঙ্গেরির কাতিনকা হোসসু। রিওতে তার চতুর্থ অলিম্পিকের আসর। চারবারের চেষ্টায় সফল হয়েছেন তিনি। প্রথমবারের মতো সোনার দেখা পেলেন হোসসু।

মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে প্রতিপক্ষের সঙ্গে বেশি সময়ের ব্যবধানে স্বর্ণ পদক জেতার অনন্য কীতি গড়লেন হাঙ্গেরির ‘জলকন্যা’। এই কীর্তি গড়তে তিনি সময় নিয়েছেন ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের মায়া ডির্যাডো রুপা জিতেছেন ৪ মিনিট ৩১.১৫ সেকেন্ড সময় নিয়ে।

এ ছাড়া সুইমিংপুলে ঝড় তোলার ইঙ্গিত দিয়েও ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে মিরেইয়া বেলমন্তে গার্সিয়াকে। এটা জিততে স্পেনের তারকার সময় লেগেছে ৪ মিনিট ৩২.৩৯ সেকেন্ড।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।