বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ০৭ আগস্ট ২০১৬

জিম্বাবুয়েকে যেন পেয়ে বসেছে নিউজিল্যান্ড! প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টেও সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে কিউইরা। সফরকারীরা রয়েছে বড় সংগ্রহের পথে। প্রথম দিন শেষে নিউজিল্যান্ড মাত্র ২ উইকেট হারিয়ে তুলে নিয়েছে ৩২৯ রান।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তার সিদ্ধান্তকে যথার্থ বলে প্রমাণ করেন দলের দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম লাথাম। ম্যাচটিতে গাপটিল সেঞ্চুরিবঞ্চিত হওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেয়েছেন লাথাম।

উদ্বোধনী জুটিতে ১৬৯ রান দলের স্কোরশিটে যোগ করেন গাপটিল-লাথাম। ব্যক্তিগত ৮৭ রানের মাথায় রোন্যান্ড তিরিপানোর দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডল্ডিউর ফাঁদে পড়েন গাপটিল। ১৩৬ রান করে শন উইলিয়ামসের শিকার হয়েছেন লাথাম।

এদিকে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন উইলিয়ামসন। ৯৫ রানে অপরাজিত থাকা কিউই দলনেতা রয়েছেন সেঞ্চুরির পথে। আজই (রোববার) হয়তো টেস্ট ক্যারিয়ারের ১৪তম শতকটি তুলে নেবেন উইলিয়ামসন। দরকার মাত্র ৫টি রান। কিউই অধিনায়ককে তা কি করতে দেবেন জিম্বাবুইয়ান বোলাররা? সেটাই এখন দেখার বিষয়।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।