দেশীয় কোচদের কোচিং করালেন আকিব


প্রকাশিত: ১০:১৩ এএম, ০৫ আগস্ট ২০১৬

এইচপি ক্যাম্পের পেসারদের বিশেষ কোচিং করাতে গত সপ্তাহে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ। এইচপি পেসারদের পাশাপাশি জাতীয় দলের পেসারদের নিয়ে কাজ করেন তিনি। তবে সপ্তাহের শেষ দিকে দেশের কোচদের ক্লাশ করালেন এ পাকিস্তানি।

বাংলাদেশি পেসার ও কোচদের সঙ্গে এক সপ্তাহে দারুণ কিছু সময় উপভোগ করার পর আজ শুক্রবার সন্ধ্যায় করাচির উদ্দেশ্যে রওয়ানা হবেন আকিব। তবে রওয়ানা হওয়ার আগে বিসিবির দেশীয় কোচদের সঙ্গে নিজের কোচিং দর্শন নিয়ে আলোচনা করেন। একাডেমির সেমিনার কক্ষে এ আলোচনায় উপস্থিত ছিলেন ‍সারোয়ার ইমরান, দীপু রায় চৌধুরীসহ বিসিবি ও এইচপির দেশীয় কোচরা।

আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তাদের (দেশীয় কোচ) কোচিং জ্ঞান এবং ক্রিকেটের প্রতি আবেগটাকে অনেক গুরুত্ব দেই। তারা অনেক অভিজ্ঞ কোচ। এ দুটো জিনিসই একজন কোচকে এগিয়ে নিতে যেতে পারে। তারা অনেকদিন ধরে এদের সঙ্গে কাজ করছে, অনেক অভিজ্ঞ।’

তবে একজন কোচের মূল চ্যালেঞ্জ কি হতে পারে দেশীয় কোচদের শিখিয়েছেন বলে জানান আকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচিংয়ে লেভেল ১, ২, ৩, ৪... এভাবে একশ’টা লেভেল থাকতে পারে। কিন্তু আসল চ্যালেঞ্জ হলো পরবর্তী ধাপটা কি-সেটা জানা। যদি একজন নিজেই অনুধাবন করতে পারে পরবর্তী ধাপটা... তবে তার জন্য সফল হওয়া সহজ। সেটিই আমি আজ আলোচনা করেছি। নিজের ভাবনার মাঝেই যদি বার্তা থাকে আর সেটি সঠিকভাবে প্রকাশ করা যায় সেটির চেয়ে ভালো উপাত্ত আর কি হতে পারে?’

শিক্ষার কোন শেষ নেই। এই চিরন্তন সত্যকে নতুন করে পরিচয় করিয়ে দিলেন আকিব জাভেদ। তার মতে বাস্তব জীবনে প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার সামনে মুখোমুখি হতে হয়। তাই সেখান থেকে নতুন নতুন জিনিস শিখে নিতে হয়। প্রতি মুহূর্তে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারলেই একজন ভালো কোচ হওয়া সম্ভব বলে মনে করেন আকিব।

‘একজন ভালো কাকে বলে? যে তার খেলাটা জানে, যে তার খেলাটা খেলে। শারীরিক এবং মানসিকভাবে আপনাকে যে এগিয়ে নিয়ে যাবার সামর্থ্য রাখে। তারা অনেক অভিজ্ঞ তাদের কাজ ঠিকভাবেই করে যাচ্ছে। আর কোচিং তাদের জ্ঞানও বিস্তৃত। নিজের সম্পের্কে ধারণা স্পষ্ট থাকতে হবে। একজন কোচকে প্রতিনিয়তই বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হয়। আপনি সারাজীবনই কিছুনা কিছু শিখবেন কারণ আপনি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পরিস্থিতির মোকাবেলা করবেন।’

উল্লেখ্য, আজ শুক্রবার (০৫ আগস্ট) জন্মদিন পাকিস্তানের এ কোচ আকিব জাভেদের। এদিন ৪৪ বছরে পা দিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী এ তারকা। তাই এদিন তাকে শুভেচ্ছা প্রদান করেন দেশীয় কোচ ও কর্মকর্তারা।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।