শুরুতেই ব্রাজিলের হোঁচট


প্রকাশিত: ০৩:০৮ এএম, ০৫ আগস্ট ২০১৬

অলিম্পিক ফুটবলে কখনো স্বর্ণ জিততে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির নামের পাশে এটা বেমানানই বটে। ঘরের মাঠে অলিম্পিকের আসর পেয়ে আশার সবকটি প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ানরা। ফুটবল পাগল দেশ বলে কথা।

কিন্তু অলিম্পক মিশনের শুরুতেই হোঁচট খেলেন নেইমার-বারবোসারা। বৃহস্পতিবার রাতে তুলনামূলক দুর্বল দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছেন তারা (০-০)। পয়েন্ট হারানো ব্রাজিল স্বপ্ন পূরণের পথে অনেকটা পিছিয়ে থাকলো।  

অলিম্পিকে প্রথমবারের মতো সোনা জয়ের আশায় নেইমারকে কোপা আমেরিকার মতো আসরে খেলায়নি ব্রাজিল। হালের অন্যতম সেরা ফুটবলার এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি। ছিলেন নিজের ছায়া হয়ে। নেইমারের সঙ্গে গ্যাব্রেইল বারবোসা ও গ্যাব্রেইল জেসুসকে নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণভাগকে দারুণভাবে রুখে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডাররা।

brazil

এদিকে, স্বাগতিক ব্রাজিলকে এগিয়ে দিতে পারতেন জেসুস। কিন্তু ভাগ্য সহায় ছিল না। তার শটটি পোস্টে লেগে ফিরে আসে।  যা হতাশার আগুনে পোড়াচ্ছে ব্রাজিলিয়ানদের।

দ্বিতীয়ার্ধে এসে ব্রাজিলের সামনে বড় সুযোগ ছিল ১০ জনে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করার। কিন্তু সেটাও বাস্তবে রূপ দিতে পারলেন না নেইমাররা। ৫৯তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার মথোবি এমভালা।

ইরাক ও ডেনমার্কের মধ্যকার ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচটিও গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। আগামী রোববার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে ব্রাজিল।

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।