এজবাস্টনে চালকের আসনে পাকিস্তান


প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৪ আগস্ট ২০১৬

লর্ডসে জয়, ওল্ড ট্র্যাফোর্ডে হার। সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচ এজবাস্টনে। মিসবাহ-উল হক অ্যান্ড কোং কি পারবে ইংল্যান্ডের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে! ঠিক নিশ্চিত নয়। তবে বার্মিংহ্যামের এজবাস্টন টেস্টে আজহার আলির অসাধারণ সেঞ্চুরিতে চালকের আসনে বসেছে পাকিস্তানই।

প্রথমদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে ২৯৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। প্রথমদিনের খেলা ওই অবস্থাতেই শেষ হয়। দ্বিতীয়দিন সকালেই ব্যাট করতে নামে পাকিস্তান।

ইনিংসের খাতা খোলার আগেই মোহাম্মদ হাফিজকে হারিয়ে বসে পাকিস্তান। এরপরই অবশ্য সামি আসলাম আর আজহার আলি মিলে গড়েন ১৮১ রানের জুটি। এ সময় দুর্ভাগ্যক্রমে রান আউট হয়ে যান সামি আসলাম।

এরপরই অবশ্য ক্যারিয়ারে দশম সেঞ্চুরি করে ফেলেন আজহার আলি। ইউনিস খানকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে আউট হন আজহার আলি। দিনের শেষ দিকে আজহার আলি আউট হয়ে গেলে আর পাকিস্তানের কেউ ব্যাট করতে নামেননি।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।