আজ নেইমারের সঙ্গী আরো দুই ‘নেইমার’


প্রকাশিত: ১০:৫২ এএম, ০৪ আগস্ট ২০১৬

অলিম্পক ফুটবলে কখনো স্বর্ণ জিততে পারেনি ব্রাজিল। ঘরের মাঠে অুনষ্ঠ্যেয় এবারের আসরে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পাচ্ছে তারা। সেলেকাওদের প্রত্যাশা, নেইমারের হাত ধরেই তাদের আক্ষেপ ঘুচবে। অলিম্পিকের ফুটবল ইভেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়বে ব্রাজিল।

আজ রাত ১টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেলেওকাওদের আক্রমণভাগে নেইমারকে যোগ্য সঙ্গ দেবেন কারা? ম্যাচটিতে যাদেরকে একাদশে রাখতে পারেন ব্রাজিল কোচ রোজারিও মিকেল, তাদের মধ্যে আক্রমণভাগে বার্সেলোনা তারকা নেইমারের সঙ্গী হতে পারেন আরো দুই ‘নেইমার’!

তাদের নাম অবশ্য নেইমার নয়, তবে দুজনকেই নতুন ‘নেইমার’ হিসেবে চেনেন ভক্তরা। একজন সান্তোসের স্ট্রাইকার গ্যাব্রেইল বারবোসা ও অপরজন পালমেইরামের ফরোয়ার্ড গ্যাব্রেইল জেসুস। দুজনকেই ভীষণ পছন্দ করেন ব্রাজিল কোচ ও অধিনায়ক। মজার বিষয়, দুজনের বয়স এখন ১৯ বছর। তরুণ তুর্কিদের নিয়ে ব্রাজিল এগিয়ে যাবে, ভক্তদের প্রত্যাশা এমনই।

এজন্যই হয়তো ব্রাজিল কোচ বলছেন, ‘অনেকেই বলে থাকেন নেইমারের ওপর দল নির্ভরশীল হওয়া উচিত নয়। আমি এ কথার পক্ষে নই। কারণ আমার দলে একজন ‘নেইমার’ সবসময়ই থাকে।’

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।