এইচপি ক্যাম্পে আসছেন ভারতীয় স্পিন কোচ


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৩ আগস্ট ২০১৬

টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের মূল শক্তি স্পিন বোলিং। তবে গত এক বছরে মোস্তাফিজ, তাসকিনদের উত্থানের পর এখন বড় শক্তি হয়ে দেখা দিয়েছে পেস বোলিং। আর একই সময়ে প্রায় হারিয়ে গেছে স্পিনারদের আগের সেই দাপটও। রফিক-রাজ্জাকদের পর এখন আর মানসম্মত স্পিনার পাচ্ছে না বাংলাদেশ। তাই স্পিনারদের সংকট কাটাতে ভারত থেকে ভেংকাটাপাথে রাজুকে উড়িয়ে আনছে বিসিবি। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের জন্য চলতি মাসেই ঢাকায় পৌঁছাবেন এ ভারতীয়।

বুধবার বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তার নিজের কার্যালয়ে স্পিন কোচ নিয়োগের ব্যাপারে বলেন, ‘একসময় আমাদের বোলিংয়ের মূল শক্তি ছিল স্পিন; কিন্তু এখন ভালো মানের স্পিনারই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমরা ভারতের সাবেক স্পিনার ভেংকাটাপাথে রাজুকে এইচপি ক্যাম্পের জন্য নিয়ে আসছি। এ মাসের মাঝামাঝি সময়েই সে চলে আসবে। আশাকরি ও আসায় আমাদের স্পিনারদের উপকার হবে।’

কিছুদিন আগেই এইচপি ক্যাম্পের জন্য স্পিনার কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। জানা গেছে সাবেক এ স্পিনারের সঙ্গেই কাজ করবেন রাজু।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।