তাসকিন-সানির অ্যাকশন ঠিক করবেন আকিব জাভেদ


প্রকাশিত: ১০:০৪ এএম, ০৩ আগস্ট ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথেই অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে দেশে ফিরে আসতে হয়েছিল স্পিনার আরাফাত সানি এবং পেসার তাসকিন আহমেদকে। দেশে ফেরার পরই অবশ্য অ্যকশন নিয়ে কাজ শুরু করে দিয়েছিলেন তারা। এরই মধ্যে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ। অ্যাকশন শোধরানোর জন্য বিসিবি গঠন করেছে অ্যাকশন রিভিউ কমিটি।

সেই কমিটির অধীনে গত সপ্তাহে একটা পরীক্ষা দিয়ে দিলেন তাসকিন এবং আরাফাত সানি। সেই পরীক্ষার ফুটেজ সংগ্রহ করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর রিভিউ কমিটির সদস্যরা প্রাথমিকভাবে জানিয়েছেন, তাসকিনের সমস্যা আপাতত কেটে গেছে। সানির সমস্যাও নেই। তবে আইসিসির ল্যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে বোলিং অ্যাকশনের থ্রি-ডি ফুটেজ বিচার-বিশ্লেষণ করতে হবে। আগে যে ফুটেজ নেয়া হয়েছে, সেগুলো টু-ডি।

তবে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, যেহেতু থ্রি ডি ফুটেজ নিয়ে পরীক্ষা করা হয়নি এবং আমাদের দেশের বিশেষজ্ঞ কেউ তাদের অ্যাকশন বিশ্লেষণ করেনি, এ কারণে পাকিস্তানি পেসার আকিব জাভেদের সহযোগিতা নেয়া হবে তাদের অ্যাকশন দেখার জন্য।

এইচপি এবং জাতীয় দলের বোলারদের সঙ্গে কাজ করার জন্য খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকায় অবস্থান করছেন এখন আকিব জাভেদ। বিসিবি প্রেসিডেন্ট জানালেন, তাসকিন-সানির অ্যাকশন দেখার জন্য আকিব জাভেদের কাছে সহযোগিতা চাওয়া হবে। তার রিপোর্টের ওপর ভিত্তি করেই আইসিসির ল্যাবে পরীক্ষা দিতে পাঠানো হবে এই দুই বোলারকে।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।