নিরাপত্তা দলের ওপরই নির্ভর করছে ইংল্যান্ড সিরিজের ভাগ্য


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০৩ আগস্ট ২০১৬

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কি না তা নিয়ে তৈরী হয়েছে গভীর সংশয়। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে সিরিজে আসবে কী আসবে না সেটা স্পষ্ট করে কিছু বলেনি। এ কারণে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা থেকে শুরু করে প্রায় সবাই’ই ইংল্যান্ডকে বলছে, সিরিজে অংশ নিতে। এখানে নিরাপত্তার কোন সমস্যা হবে না। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, ভিভিআইপি নিরাপত্তা দেয়া হবে ইংল্যান্ড ক্রিকেট দলকে।

ইংল্যান্ড সিরিজের সর্বশেষ অবস্থা কী তা আজ জানতে চাওয়া হয়েছে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছে। বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরই ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। এ কারণে আগস্টের মাঝামাঝি সময়ে তাদের একটি নিরাপত্তা দল ভারত সফরে আসবে, নিরাপত্তার সব কিছু খতিয়ে দেখার জন্য। ওই দলটিই আসবে বাংলাদেশে। এখানে তারা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে কি আসবে না।’

বিস্তারিত আসছে....

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।