মোস্তাফিজের অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি


প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৩ আগস্ট ২০১৬

মোস্তাফিজের কাঁধের ইনজুরি সারাতে অস্ত্রোপচার কোথায় করানো হবে- এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। ইংল্যান্ডে নাকি অস্ট্রেলিয়ায়- সেটা নির্ধারণ করতে আরও সময় লাগবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মূলতঃ ডাক্তারদের সূচি পাওয়া নিয়েই তৈরী হয়েছে জটিলতা। তবে শেষ পর্যন্ত যেখানে আগে সময় পাওয়া যাবে সেখানেই  মোস্তাফিজের অস্ত্রোপচার করা হবে বলে জানালেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

বুধবার দুপুরে বিসিবি প্রেসিডেন্ট তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘ঘটনা জানার পর আমাদের সকল সূত্রের সঙ্গে যোগাযোগ করেছি। সাধারণত অস্ট্রেলিয়াতে ক্রেগ হয়ের কাছে আমরা সকল খেলোয়াড়কে পাঠাই। এবার মোস্তাফিজ ইংল্যান্ডের থাকায় আমরা ইসিবিকেও জিজ্ঞাসা করেছি। তারা দু’টো নাম বলেছে। একজন লেনার্ড ফ্রাঙ্ক, তার সঙ্গে মোস্তাফিজ দেখা করেছে। এর আগে ইংল্যান্ডে আমরা আরেকজন ডাক্তার দেখিয়েছিলাম, তিনজনই বলেছে অস্ত্রোপচার করতেই হবে।’

আগামী ২২ আগস্টের আগে সময় দিতে পারবেন না লেনার্ড ফ্রাঙ্ক। তাই আজ ইসিবি থেকে দেওয়া দ্বিতীয় ডাক্তার অ্যান্ড্রু ওয়ালসের সঙ্গে যোগাযোগ করবে মোস্তাফিজ। এছাড়া ইংল্যান্ডে অন্য যে চিকিৎসককে আগে দেখিয়েছিলেন মোস্তাফিজ, সেই টনি কোচারের কাছে, নাকি অস্ট্রেলিয়ার ডাক্তার গ্রেগ হয়ের কাছে অস্ত্রোপচার করানো হবে সেটাই সিদ্ধান্ত নিতে পারছে না বিসিবি। তবে এর মধ্যে, যেখানে আগে করানো সম্ভব হবে সেখানেই মোস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করা হবে বলে জানান পাপন।

‘ম্যানচেস্টারে গিয়ে জানা গেছে ওর অস্ত্রোপচার করতে আধা ঘণ্টা লাগবে। তবে ছয় ঘণ্টা হাসপাতালে তাদের তত্ত্বাবধানে থাকতে হবে এবং তিনি (লেনার্ড ফ্রাঙ্ক) ছুটিতে চলে যাওয়ার কারণে ২২ আগস্টের আগে এ অস্ত্রোপচার করতে পারবেন না; কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করতে চাই। এছাড়া আরেকজন অ্যান্ড্রু ওয়ালস, সে লন্ডনের ফর্টিস হাসপাতালের চিকিৎসক, আজ (বুধবার) মোস্তাফিজ তার সঙ্গে দেখা করবে। যদি ওখানেও দেরি হয়, আর যদি জানি অস্ট্রেলিয়াতে আগে করানো সম্ভব হয়, তাহলে ওকে বাংলাদেশে এনে তারপর অস্ট্রেলিয়া পাঠানো হবে।’

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।