ফাইনালের লক্ষ্যে মাঠে নামবে সাকিবের জ্যামাইকা


প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৩ আগস্ট ২০১৬

জিতলেই ফাইনাল, এমন এক সমীকরণ নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম প্লে-অফে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াস। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স চ্যানেল।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম পর্ব শেষে সেরা চারে উঠেছে যথাক্রমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তালাওয়াস, সেন্ট লুসিয়া জুকস ও ত্রিনবাগো নাইট রাইডার্স। পয়েন্ট তালিকার দুইয়ে থেকে প্রথম পর্ব শেষ করা সাকিব আল হাসানের দল জ্যামাইকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে তারা।

তবে এই ম্যাচ হেরে গেলেও ফাইনালে ওঠার আরেকটা সুযোগ পাবে জ্যামাইকা। দ্বিতীয় প্লে-অফে সেন্ট লুসিয়া জুকস ও ত্রিনবাগো নাইট রাইডার্সের ম্যাচে জয়ী দলের বিপক্ষে তৃতীয় প্লে-অফে খেলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের।   
 
প্লে অফের আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রথম পর্বে নিজেদের শেষ দুই ম্যাচেই হেরেছে জ্যামাইকা। ওই দুই ম্যাচে সাকিবও ভালো করতে পারেননি। প্রথম প্লে-অফে সাকিবের পাশাপাশি তাই জ্যামাইকার অন্য ক্রিকেটারদেরও জ্বলে উঠতে হবে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।